২৩ জুলাই, ২০২৪ | ৮ শ্রাবণ, ১৪৩১ | ১৬ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

কস্টের স্মৃতি: বাবা হারানো ছাত্রলীগ নেতা কফিলের কস্টের কথা!

পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিনের পিতার ২য় তম মৃত্যুবার্ষিকী গত ৫ মে সোমবার। তার পিতার মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা হারা কস্ট নিয়ে তার ফেইজবুক স্ট্যাটাস। নিম্নে তা তুলে ধরা হলো-

“বাবা ?

আজ ২টা বছর পার হয়ে গেল৷ পরপারে চলে গেল। আর কোনদিন পাব না বাবাকে ফিরে৷ বাবা বলে ডাকতে পারবো না৷

কত দ্রুত সময়ে চলে গেল বাবা৷ বাবার একটি কথা আজ কানে ভাসছে৷ মৃত্যুর বেশ কয়েক সপ্তাহ আগে আমি আর বড় ভাইকে বলল –

আমার এখন ভয় লাগে রাতে ?৷ মৃত্যুর ভয় ছিল বাবার৷ রাতে হয়তো কত কিছু মাথায় আসতো বাবার৷

আজ বাবা বেঁচে থাকলে চিৎকার দিয়ে বলতাম ” বাবা তোমার ছোট্ট বাহাদুর আরো অনেক বড় হয়ে গেছে৷ শত শত কিলবিল করা শত্রুদের মাঝেও আমি নিজের পায়ে দাঁড়িয়েছি৷”

আমাকে নিয়ে বাবা প্রায় সময় চিন্তা করতেন৷ আজ থাকলে বাবা অনেক খুশি হতো৷ সুখটা হয়তো এরকমই হয়। সুখের সময় আপনজন হারিয়ে যায়৷

বাবা তোমার বিরুদ্ধে আঙুল তুলে কথা বলার মানুষ ছিল না৷ আজও নাই৷ কারণ আপনি এই যুগের জন্য ভিন্ন টাইপের মানুষ ছিলেন৷ ছিল না শত্রু৷ মুখে অলটাইম মিষ্টি হাসি এরপরেও কিছু কীট আছে সমাজে৷ তোমাকে নিয়ে কথা বলে৷ যার কারণ শুধু আমি! আমি রাজনীতি না করতাম তাহলে আপনাকে নিয়ে কথা তারাও বলতো না৷

আমি জানি ছেলে রাজনীতি করলে মা-বাবাকে অনর্থক গালি শুনতে হয়৷ আমি বাবা তোমার জানাযার মাঠে সবাইকে হাতে পায়ে ধরে অনুরোধ করেছিলাম৷ আমি দোষ করলে আমাকে গালি দিবেন , আমার মা-বাবাকে নয়৷

বাবা বেঁচে থাকলে এসব কীটদের জিহ্বা সেলাই করে দিব ইনশাআল্লাহ৷ সব সইতে পারি তোমার নাম খারাপভাবে নিলে একদম সইতে পারি না৷

বাবা তুমি ভাল থেকো৷ বটবৃক্ষ হিসেবে থেকো। আমরা তিন ভাই, দু বোন আমার আদুরে “মা”কে নিয়ে অনেক ভাল আছি৷ তোমার দোয়া আর সবার ভালবাসা নিয়ে সুখে আছি৷

হাতেগোনা কয়েকজন ছাড়া কেউ খারাপ বলেনা বাবা৷ তোমার আদর্শ কসম আল্লাহ প্রতিটি সেকেন্ড মেনে চলি৷

বাবা তোমাকে আল্লাহ বেহেস্ত দান করবে৷ আমার বিশ্বাস৷

ভালবাসি বাবা ???”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।