২৯ মার্চ, ২০২৩ | ১৫ চৈত্র, ১৪২৯ | ৬ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  সাগরে ১০টি বস্তায় মিলল ৭ লাখ ইয়াবা   ●  উখিয়ায় কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪   ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর   ●  খুটাখালী ইউনিয়ন আ.লীগের ইফতার মাহফিল, আলোচনা সভায় এমপি জাফর

‘কলমের মেধা দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিশ্বকে জয় করতে হবে’ – ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

প্রেস বিজ্ঞপ্তি : 
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেছেন- ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা  নিজেদের মেধা, যোগ্যতা, দক্ষতা দিয়ে আমাদের নেত্রীর এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করবে, এটাই আমার বিশ্বাস। সেই লক্ষ্য নিয়েই ছাত্রলীগ কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, “তোমাদের কলম হোক শোষণ মুক্তির হাতিয়ার” তিনি আরও বলেছিলেন, “বিশ্ব দুইভাগে বিভক্ত, একদিন শোষক আরেক দিকে শোষিত, আমি শোষিতের পক্ষে”। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে বাবার পথ ধরে হাঁটছেন। দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।
বৃহস্পতিবার (২৫আগস্ট) সন্ধ্যায় রামু উপজেলার জোয়ারিয়ানালা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা ও গণভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মো: মারুফ আদনান বলেন- কক্সবাজারে অতিতে এসব উন্নয়ন হয়নি। বিএনপির আমলে একজন যোগাযোগ মন্ত্রীও ছিলো। কিন্ত দেশরত্ন শেখ হাসিনার সরকারই কক্সবাজারে অভূতপূর্ব উন্নয়ন সাধিত করেছে। এসব উন্নয়ন কর্মকান্ড ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে হবে।
নবগঠিত জোয়ারিয়ানালা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক তানভীর রহমান সৌরভ এর সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন- জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শাম্সউদ্দীন আহমেদ প্রিন্স, জোয়ারিয়ানালা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, রামু উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেল, যুগ্ম আহবায়ক ইব্রাহীম খলিল’সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে গণভোজে মিলিত হয় দুই সহস্রাধিক নেতাকর্মী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।