চট্টগ্রামের শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় কর্ণফুলী নদীতে পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে।তবে, জাহাজে থাকা ১১ জন নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মে) ভোরে জাহাজটি ডুবে গেছে বলে জানিয়ে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ‘জাহাজটি বন্দর চ্যানেলে ডুবে নি। শিকলবাহার কাছাকাছি নদীর তীরে আংশিক ডুবেছে। এজন্য আমাদের জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) উপ-পরিচালক গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘রাতে পাথর নিয়ে সী-ক্রাউন নামে একটি লাইটার জাহাজ কর্ণফুলী নদীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় আসে।
সেটি শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে তীরের কাছাকাছি নোঙ্গর করে পাথর খালাস করেছিল। কিন্তু ভোরের দিকে তলা ফেটে সেটি ডুবে গেছে। জাহাজটিতে নাবিক-শ্রমিক মিলিয়ে ১১ জন ছিল। তারা সবাই নিরাপদে তীরে উঠেছেন।’
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।