৩১ মার্চ, ২০২৩ | ১৭ চৈত্র, ১৪২৯ | ৮ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  মহেশখালীতে উচ্ছেদ অভিযানে অবৈধ পাকা স্থাপনা ধ্বংস করলো বনবিভাগ; ৫০ একর বনভূমি দখলমুক্ত   ●  সাগরে ১০টি বস্তায় মিলল ৭ লাখ ইয়াবা   ●  উখিয়ায় কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪   ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর

কক্সবাজার-৪ আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিলেন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী

উখিয়া প্রতিনিধি:: কক্সবাজার-৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উখিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

শুক্রবার (৯ নভেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামীলীগ সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন কেনেন জাহাঙ্গীর কবির। পরে বিকালের মধ্যেই মনোনয়ন ফরমটি পূরণ করে জমা দেন তিনি।

মনোনয়ন ফরম কেনার আগে সকালে উখিয়াস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্র ও উখিয়া-টেকনাফ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ে মনোনয়ন ক্রয় করতে যান।

মনোনয়নপত্র জমা দেয়া শেষে জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, মাদকের বদনাম ঘোছাতে এবং দলের ইমেজ পুনরুদ্ধার করতে নেতাকর্মীদের চাপে তিনি প্রার্থী হয়েছেন। তিনি বলেন,১০ বছর দদল ক্ষমতায় থাকলেও উখিয়া-টেকনাফের আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ক্ষমতার স্বাধ পায়নি। সব সুযোগ সুবিধা পেয়েছে বিএনপি-জামায়াত-শিবিরের লোকজন।উখিয়া-টেকনাফের বঞ্চিত নেতাকর্মীরা পরিবর্তন চায়।

এছাড়া বর্তমান এমপির বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতাসহ নানা অভিযোগ রয়েছে। এ জন্য বার বার দলের সর্ব্বোচ্চ ফোরামকে বিব্রত হতে হয়। তাই সবদিক বিবেচনা করে তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলপন, ধারাবাহিকভাবে কাজ করে নৌকার পক্ষে জনমত তৈরি করেছি। নৌকার দাবিতে তৃণমূল কর্মীরা ঐক্যবদ্ধ আছে।

সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো মানুষের কাছে তুলে ধরেছি নিয়মিতভাবে। এ আসনে দলের একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফরম কিনে তা জমা দিয়েছি। দল বিবেচনা করে সিদ্ধান্ত দেবেন। যাকেই দল নৌকার মাঝি হিসেবে নির্বাচিত করবে আমরা তাঁর পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।