৪ জুন, ২০২৩ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৪ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  বিশ্ব পরিবেশ দিবস সোমবার; জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নানা কর্মসূচী   ●  জাতীয় শ্রমিক লীগ চকরিয়ার ফাসিয়াখালী ইউনিয়ন শাখার কর্মী সভায় এমপি জাফর আলম   ●  বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  স্কাউটসসের নিয়ন্ত্রণ জামায়াত-শিবিরের হাতে যাচ্ছে কিনা কঠোর নজরদারি করতে হবে- এমপি জাফর   ●  সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলেম-ওলেমাদের এগিয়ে আসতে হবে-এমপি জাফর   ●  ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনে বর্তমান উদ্যোগ ভূমিকা রাখবে   ●  আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা ও মুচলেকা আদায়   ●  পুকুরে ডুবে প্রাণ গেল শিশু তৌকির   ●  রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা   ●  শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ইফতার সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) কলাতলীর তারকা হোটেল ওশান প্যারাডাইসের ক্যাপ্টেন কক্স বলরুমে আয়োজিত ইফতারে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান, ডিজিএফআই কক্সবাজার অফিস প্রধান, এনএসআই কক্সবাজার অফিস প্রধান, বিজিবি প্রতিনিধি, র‍্যাব-১৫ এর অধিনায়ক, অতিরিক্ত জেলা প্রশাসক বিভিষন কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার সালাম, এয়ারপোর্ট ম্যানেজার গেলাম মর্তুজা, বিএমএ সাধারণ সম্পাদক ডা.মাহবুবুর রহমান, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট আয়াছুর রহমান, সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস রানা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, সাবেক সহ-সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদু, হোটেল সীগালের সিইও রুমীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় ইফতার মাহফিলে কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আহসান সুমন বক্তব্য রাখেন।
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক সরওয়ার আজম মানিক।
আয়োজনে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।