৪ ডিসেম্বর, ২০২৪ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ১ জমাদিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  গলায় ওড়না পেঁচিয়ে উখিয়া ডিগ্রি কলেজের ছাত্রী’র আত্নহত্যা   ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার

কক্সবাজার সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

Cox's Bazar Govt. College Picture
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ এই শ্লোগানের মধ্য দিয়ে কক্সবাজার সরকারি কলেজে ১৮ ও ১৯ মার্চ ২০১৫ তারিখ দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০১৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৮/০৩/২০১৫ তারিখ প্রধান অতিথি কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতার সমাপনী দিনে কক্সবাজার সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপকবৃন্দ, শিক্ষক, কর্মচারি ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সেই সাথে বাংলাদেশ-ভারতের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বড় পর্দায় দেখানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আগত অতিথিবৃন্দ। এতে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া কমিটির সদস্য ও পদার্থবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক জনাব মফিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদ সম্পাদক ড. মোঃ নুরুল আলম, উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ ছলিমুর রহমান, প্রাক্তন অধ্যাপক জনাব মমতাজুল হক এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী। বক্তারা বিজয়ীদের আরো আত্মপ্রত্যয়ী হয়ে ভবিষ্যতে ক্রীড়ায় আরো ভালো করার তাগিদ দেন। ক্রীড়া কমিটির আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি জনাব কামরুল আহসানের সমাপনী বক্তব্যের পর দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন, ক্রীড়া কমিটির সদস্য উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক জনাব রাধু বড়–য়া চৌধুরী, গণিত বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ নিজাম উদ্দীন ফারুকী, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব নেছারুল হক। এছাড়াও বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট সোসইটির সদস্যবৃন্দ এবং মিডিয়া পার্টনার হিসেবে কক্সবাজার টাইমস ডট নেট (সিটিএন) সার্বিক সহযোগিতা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।