২৩ মার্চ, ২০২৫ | ৯ চৈত্র, ১৪৩১ | ২২ রমজান, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে

কক্সবাজার সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

Cox's Bazar Govt. College Picture
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ এই শ্লোগানের মধ্য দিয়ে কক্সবাজার সরকারি কলেজে ১৮ ও ১৯ মার্চ ২০১৫ তারিখ দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০১৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৮/০৩/২০১৫ তারিখ প্রধান অতিথি কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতার সমাপনী দিনে কক্সবাজার সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপকবৃন্দ, শিক্ষক, কর্মচারি ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সেই সাথে বাংলাদেশ-ভারতের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বড় পর্দায় দেখানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আগত অতিথিবৃন্দ। এতে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া কমিটির সদস্য ও পদার্থবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক জনাব মফিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদ সম্পাদক ড. মোঃ নুরুল আলম, উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ ছলিমুর রহমান, প্রাক্তন অধ্যাপক জনাব মমতাজুল হক এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী। বক্তারা বিজয়ীদের আরো আত্মপ্রত্যয়ী হয়ে ভবিষ্যতে ক্রীড়ায় আরো ভালো করার তাগিদ দেন। ক্রীড়া কমিটির আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি জনাব কামরুল আহসানের সমাপনী বক্তব্যের পর দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন, ক্রীড়া কমিটির সদস্য উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক জনাব রাধু বড়–য়া চৌধুরী, গণিত বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ নিজাম উদ্দীন ফারুকী, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব নেছারুল হক। এছাড়াও বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট সোসইটির সদস্যবৃন্দ এবং মিডিয়া পার্টনার হিসেবে কক্সবাজার টাইমস ডট নেট (সিটিএন) সার্বিক সহযোগিতা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।