১ জুন, ২০২৩ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার   ●  কক্সবাজারে রেডিও সৈকত এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন   ●  ৪ দফা দাবিতে কক্সবাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন প্রতিবাদ সমাবেশ   ●  নির্মাণ সামগ্রীর গুনগতমান পরীক্ষায় চকরিয়ায় ল্যাব উদ্বোধন   ●  কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির মাসিক সভা অনুষ্ঠিত   ●  দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কক্সবাজার পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের ১৩ নেতা বহিস্কার   ●  উখিয়ায় জমি দখলে নিতে খুনের হুমকির অভিযোগ   ●  বিদগ্ধজনদের নিয়ে বিরূপ মন্তব্য থেকে প্রতিপক্ষকে বিরত থাকার আহবান মেয়র প্রার্থী মাহাবুবের   ●  কক্সবাজার পৌরসভার উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন   ●  কক্সবাজারে ওয়ার্ল্ডফিশ এর সিনার্জিস্টিক পার্টনারশীপ কর্মশালা

কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় দলের বিজয়ী ১০ শিক্ষার্থী

Prothom-alo,  25

প্রথম আলো ‘আই-জেন ( ইন্টারনেট) উৎসব-২০১৫’ গতকাল শনিবার দুপুরে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে অনুষ্টিত হয়েছে। ইন্টারনেট বিষয়ক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ( বিজয়ী) হয়েছেন ১০ জন শিক্ষার্থী। আজ রোববার সকালে পেকুয়া উপজেলার শীলখালী উচ্চবিদ্যালয়ে আই-জেন উৎসব পালিত হবে। গ্রামীণফোন ও শিক্ষা মন্ত্রনালয়ের সহযোগিতায় এই উৎসবের বাস্তবায়ন করছে প্রথম আলো বন্ধুসভা।
গতকাল দুপুরে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ‘ শহীদ শাহ আলম বশীর মিলানায়নে’ আই-জেন উৎসবের উদ্বোধন করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন।
বক্তব্য দেন, প্রথম আলো কক্সবাজার অফিস প্রধান সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা, সহকারী শিক্ষক জাকারিয়া মো: ইয়াহিয়া হাসান, নারায়ন দেব, জেলা বন্ধুসভার সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান প্রমুখ।
আব্দুল কুদ্দুস রানা বলেন, সারাদেশে দুই হাজার শিক্ষাপ্রতিষ্টানে আই-জেন উৎসব পালিত হচ্ছে। তারমধ্যে কক্সবাজার জেলায় ৩২টি স্কুলে এই উৎসব পালিত হবে। প্রতিটা স্কুল দল ( বিজয়ী) নিয়ে আগামী ২৫ মে অনুষ্টিত হবে আই-জেন উৎসবের মুল অনুষ্টান।
গতকাল শতাধিক শিক্ষার্থীর মধ্যে লিখিত পরীক্ষা অনুষ্টিত হয়। এরমধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়া প্রথম ১০ জন নিয়ে ‘কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় আই-জেন দল’ ঘোষণা করা হয়।
বিজয়ী হলেন, শমসের আলম আব্বাসী (দশম শ্রেণি), হোছাইন মো: সাজ্জাদ (দশম), গালিব মাহমুদ (নবম), তামিম ফায়েদ রাহমান ( দশম), মেহেদী হাসান অনিক ( নবম) , নিলয় বড়–য়া সুপ্ত ( নবম), ইশমাম আব্বাস ইফাজ (দশম), মো: ফরিদুল আলম (নবম), আবু নাফিজ ( অষ্টম) ও প্রয়াস দাশ পুথ্বী ( দশম)।
বিজয়ীদের সনদ তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন ও সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা।
অনুষ্টানে ভিডিও চিত্রের মাধ্যমে শিক্ষার্থী এবং শিক্ষকদের ইন্টারনেট ব্যবহারের নানাবিধ সুবিধা সম্পর্কে অবগত করা হয়। ইন্টারনেট ব্যবহারের মৌলিক কিছু নিয়মকানুন দেখে শিক্ষার্থীরা উৎফুল্ল। ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এই উৎসবে অংশ নিচ্ছে। উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন-বন্ধুসভার জাহেদ নুর জিতু, সাদমান সাকিব, হাবিবুর রহমান অনিক, লুৎফর রহমান তুষার, সামী কাদের, অরূপ বড়–য়া, ফাহিম কুদ্দুস প্রিয় প্রমুখ।
উৎসব পরিচালনা করেন, ইন্টারনেট উৎসব-২০১৫ কক্সবাজারের সমন্বয়ক ও বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ইব্রাহিম খলিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।