৯ জুন, ২০২৩ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৯ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের বিষয়ে চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী প্রতিবাদ   ●  পৌরবাসির সেবা নিশ্চিত করে একটি স্মার্ট কক্সবাজার শহর উপহার দিতে চাই : মেয়র প্রার্থী মাহাবুব   ●  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা কমিটি বিলুপ্ত ঘোষনা   ●  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ আন্তঃ ইউনিয়ন ফুটবল চ্যাম্পিয়ন ভারুয়াখালী   ●  কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার, জেলা কমিটি বাতিল   ●  রামু সংস্কৃতিকর্মী-ক্রীড়াবিদ পুলক বড়ুয়ার মায়ের পরলোক গমন   ●  আইএমআইএ পরিবর্তন করে রোহিঙ্গাদের মোবাইল বিক্রয়ের সিন্ডিকেটের প্রধান মোর্শেদসহ ৫ জন গ্রেপ্তার   ●  বরইতলীর বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের জানাজায় এমপি জাফর আলম, শোক প্রকাশ   ●  সাধারণ ভোটারদের আস্থা ও বিশ্বাসের প্রতীক নৌকা; এ বিশ্বাস রক্ষায় আমি প্রতিক্ষাবদ্ধ : মেয়র প্রার্থী মাহাবুব   ●  কক্সবাজারে পৃথক দূর্ঘটনায় সড়কে প্রাণ গেল চারজনের

কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামী গ্রেফতার

atokকক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামীদের গ্রেফতার করা হয়েছে। গত ৫ ডিসেম্বর রাত ৯টা থেকে ৬ ডিসেম্বর ভোর ৫টা পর্যন্ত শহরের কুতুবদিয়া পাড়া, বৈদ্যরঘোনা, পিএমখালী, ভারুয়াখালীসহ বিভিন্ন এলাকায় সদর মডেল থানার বখতিয়ার উদ্দিন চৌধুরী ও পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোঃ আসলাম হোসেন নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে শহরের  নাজিরার টেকের মৃত আবু তাহেরের ছেলে শীর্ষ সন্ত্রাসী আবুল কাশেম @ বাসাইন্যা, এস এম পাড়াস্থ মৃত জহিরুল ইসলামের ছেলে নিজামুল হক, ধাওনখালী, পিএমখালীস্থ আব্দুর রহিমের মেয়ে রাহেলা বেগম, ধাওনখালী, পিএমখালীস্থ  আমির হোছনের ছেলে হাবিবুর রহমান, ধাওনখালী, পিএমখালীস্থ মৃত আমির হোসেনের ছেলে আব্দুর রহমান, ধাওনখালী, পিএমখালীস্থ  আব্দুর রহমানের স্ত্রী ফরিদা বেগম, ভারুয়াখালীস্থ সৈয়দুল হকের ছেলে নুরুল আজিম,  লাবনী পয়েন্টস্থ সৈকত পার্কের মৃত মোঃ ইউনুছের ছেলে মোঃ জামশেদ, পশ্চিম বড়–য়া পাড়াস্থ আধার বড়–য়ার স্ত্রী নিলু বড়–য়া, কক্সবাজার পৌরসভাধীন হোটেল আল মুবিন কমপ্লেক্সেস্থ জাফর আহমদের ছেলে ডাঃ মুবিনুল হক, হাঙ্গরপাড়াস্থ নুরুল ইসলামের স্ত্রী মিসেস জিন্নাত বাহার, পিএমখালীস্থ ছনখোলা পশ্চিম পাড়ার নুরুল ইসলামের ছেলে মোঃ মোবারক, জুমখালী শিকদার পাড়াস্থ মৃত ওসমান গনির ছেলে আবু তৈয়ব, ছনখোলা মাঝের পাড়াস্থ নুর আহাম্মদের ছেলে সৈয়দ উল্লাহ, ছনখোলা মাঝের পাড়াস্থ মৃত মনির আহমদের ছেলে আব্দুল জলিল, ছনখোলা মাঝের পাড়াস্থ সুলতান আহমদের ছেলে এরশাদুল, ছনখোলা মাঝের পাড়াস্থ জমির উদ্দিনের ছেলে মোঃ ফিরোজ, ছনখোলা মাঝের পাড়াস্থ মৃত আবুল খায়েরের ছেলে জমির উদ্দিন, ছনখোলা মাঝের পাড়াস্থ আমির হামজার ছেলে মুবিনুল হক, পিএমখালীস্থ ছনখোলা নয়াপাড়ার মৃত মোঃ বকসুর ছেলে সুলতান আহমদ, ভারুয়াখালীস্থ মৃত তালেব আলীর ছেলে আলী হোসেন,  পশ্চিম পোকখালীস্থ মৃত মকবুল আহমদের ছেলে আবুল কালাম, পোকখালীস্থ মৃত কালা মিয়ার ছেলে জমির উদ্দিন, পূর্ব ভুড়িয়া পাড়াস্থ কালিছড়ার মীর আহামদের ছেলে মনজুর আলম, বৈদ্যরঘোনারস্থ মৃত মনির আহমদের ছেলে মোঃ বাপ্পি, বইল্লা পাড়াস্থ মজিবের ছেলে আব্দুল খালেক টুনু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।