২৯ মার্চ, ২০২৩ | ১৫ চৈত্র, ১৪২৯ | ৬ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  সাগরে ১০টি বস্তায় মিলল ৭ লাখ ইয়াবা   ●  উখিয়ায় কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪   ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর   ●  খুটাখালী ইউনিয়ন আ.লীগের ইফতার মাহফিল, আলোচনা সভায় এমপি জাফর

কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার- ১১

নিজস্ব প্রতিবেদকঃ ১৫ নভেম্বর সকাল হতে ১৬ নভেম্বর সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), জনাব মোঃ মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) জনাব মোহাম্মদ আরিফ ইকবাল,এসআই মোঃ এমরান হোসাইন, এসআই শরিফুল ইসলাম, এসআই প্রদীপ চন্দ্র দে,এসআই দেলোয়ার হোসেন, এসআই রাজিব পোদ্দার, এএসআই মনিরুজ্জামান খান, এএসআই কাশেম উদ্দিন, এএসআই জামাল হোসেন,এএসআই মহিউদ্দিন বেগ, এএসআই সনজিৎ রায়, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন, ০১। আলাউদ্দিন প্রঃ আইল্যা, পিতা- সাহাব মিয়া, সাং- ঘোনার পাড়া ভারুয়াখালী, থানা ও জেলা-কক্সবাজার, ০২। মোহাম্মদ আব্দুস শুক্কুর, পিতা-মৃত মনছুর আহম্মদ, সাং-পন্ডিতের ডেইল থানা- মহেষখালী, জেলা- কক্সবাজার,বর্তমানে আলীর জাহাল প্রধান সড়ক সী হাট নার্সারীর দক্ষিণ পাশ্ব আবু আহম্মদের বাসা কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার, ০৩। জোছনা রানী দাস, স্বামী- স্বপন কুমার দাস, সাং- বাজার এলাকা সুপারী গলি ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার, ০৪। মোহাম্মদ আলমগীর, পিতা- জামাল উদ্দিন মাঝি, সাং- ১নং ওয়ার্ড উত্তর কুতুবদিয়া পাড়া কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার, ০৫। শফি আহম্মদ, পিতা- আলী আহম্মদ, সাং- পূর্ব ভাদিতলা ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার, ০৬। ফিরোজ আহম্মদ প্রঃ ফিরোজ, পিতা- মৃত রতন মোল্লা, সাং- বারাংকুলা চরপাড়া, মোল্লাবাড়ী, থানা-আলফা ডাংগা, জেলা- ফরিদপুর, ০৭। মোঃ আরিফ হোসেন, হাওলাদার, পিতা-মৃত ইসমাইল হাওলাদার,সাং-মেখিয়া, থানা- বাবুগঞ্জ, জেলা- বরিশাল, ০৮। মোঃ শামীম আলী, পিতা- মৃত শুক্কুর আলী, সাং- মোহনপুরা, থানা মতলব, জেলা- চাঁদপুর, ০৯। সৈকত শর্মা, পিতা- তপন শর্মা,শেখপাড়া সীতাকুন্ডু, জেলা- চট্টগ্রাম, এপি- কালুর দোকান, থানা ও জেলা- কক্সবাজার, ১০। মোঃ নুরুল আবছার, পিতা-শামসুল আলম, সাং- ক্যাম্পের ঘোনা পাহাড়তলী, থানা- রামু, জেলা-কক্সবাজার, ১১। মোঃ আলম, পিতা- মৃত আঃ মাসুদ, সাং- মাথাভাঙ্গা, বাহারছড়া, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।