৬ ডিসেম্বর, ২০২৩ | ২১ অগ্রহায়ণ, ১৪৩০ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  আরসা প্রধান আতাউল্লাহসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   ●  কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক   ●  হলফনামা বিশ্লেষণ: ৫ বছরে এমপি আশেকের সম্পদ বেড়েছে ২ কোটি টাকার কাছা-কাছি   ●  ২১ দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এল পন্যবাহি চারটি ট্রলার   ●  মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা   ●  ভ্রাতৃঘাতি দেশপ্রেমহীন রোহিঙ্গা আরসা-আরএসও প্রসঙ্গে; এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর   ●  কক্সবাজারে রেল : শুরুতেই ইজিবাইক চালকদের দৌরাত্ম্য ২০ টাকা ভাড়া রাতা-রাতি ৫০ টাকা!   ●  মাদক কারবারিদের হুমকির আতঙ্কে ইউপি সদস্য কামালের সংবাদ সম্মেলন   ●  সালাহউদ্দিন সিআইপি ও এমপি জাফরকে আদালতে তলব   ●  কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি জাফর আলম

কক্সবাজার বিমানবন্দরে ১১ রোহিঙ্গা আটক, সাংবাদিকতার ভুয়া পরিচয়পত্র জব্দ

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার বিমানবন্দর থেকে এক মহিলাসহ ১১ রোহিঙ্গা আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
এ সময় তাদের নিকট থেকে নগদ তিন লক্ষ ১৮ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের একটি ডেবিট কার্ড ও ফয়সাল নামক ব্যক্তির নিকট দুইটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র জব্দ করা হয়।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে বিমানবন্দরের কনকোর্স হল থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, ক্যাম্প ১৭ এর ৭২ নং ব্লকের মৃত নজরুলের ছেলে মোঃ নূর, ক্যাম্প ২ এর আই ব্লকের আবুল কাশেমের ছেলে মোঃ আয়াজ, ২৬ নং ক্যাম্পের আই ব্লকের মৃত লাল মিয়ার ছেলে আব্দুল হক, দীল মোহাম্মদের ছেলে মোঃ ফয়সাল, আব্দুস শুক্কুরের মেয়ে রহিমা, আব্দুল শুক্কুরের ছেলে রবি আলম, ১৭ নং ক্যাম্পের ৭২ নং ব্লকের আবু তাহেরের ছেলে মোঃ নূর, ২৬ নং ক্যাম্পের ব্লক এ/১০এর নুর আলমের ছেলে ওসমান, আই ব্লকের আব্দুর শুক্কুরের ছেলে আবু বক্কর সিদ্দিক, ১৭ নং ক্যাম্পের ৭২ নং ব্লকের মৃত সলিমুল্লাহর ছেলে রেজাউল করিম ও ক্যাম্প ৮ ইস্টের বি ৭৪ ব্লকের নুরুল আমিনের ছেলে মোঃ আজিজ।
৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো: কামরান হোসেন খবরটি জানিয়েছেন।
তিনি জানান, বিমানবন্দরে কনকোর্স হলে ইউএস-বাংলা এয়ারলাইন্স কাউন্টারের সামনে ১১ জনের গতিবিধি সন্দেহজনক হলে এস.আই মোঃ তাজউদ্দিন মানিক সঙ্গীয় ইন্টেলিজেন্সদের নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সবাই রোহিঙ্গা বলে স্বীকার করে।
তাদের নিকট ইউ এস বাংলা (ফ্লাইট নংঃBS152) ২টি টিকেট,
নভোএয়ার (ফ্লাইট নংঃVQ-934) ২টি টিকেট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ফ্লাইট নংঃBG-436) ৫টি টিকেট পাওয়া যায়। পৃথকভাবে প্রত্যেককে তল্লাশি করে নগদ তিন লক্ষ আঠারো হাজার টাকা জব্দ করা হয়।
মো: কামরান হোসেন জানান, উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কেন ঢাকা যাচ্ছিলো? এই সংক্রান্তে আরও কেউ জড়িত রয়েছে কিনা বিস্তারিত অনুসন্ধান অব্যাহত আছে। কক্সবাজার সদর থানার মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, বিমানবন্দর থেকে ১১ রোহিঙ্গা আটক হয়েছে শুনেছেন। তাদেরকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।