৪ জুন, ২০২৩ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৪ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  বিশ্ব পরিবেশ দিবস সোমবার; জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নানা কর্মসূচী   ●  জাতীয় শ্রমিক লীগ চকরিয়ার ফাসিয়াখালী ইউনিয়ন শাখার কর্মী সভায় এমপি জাফর আলম   ●  বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  স্কাউটসসের নিয়ন্ত্রণ জামায়াত-শিবিরের হাতে যাচ্ছে কিনা কঠোর নজরদারি করতে হবে- এমপি জাফর   ●  সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলেম-ওলেমাদের এগিয়ে আসতে হবে-এমপি জাফর   ●  ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনে বর্তমান উদ্যোগ ভূমিকা রাখবে   ●  আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা ও মুচলেকা আদায়   ●  পুকুরে ডুবে প্রাণ গেল শিশু তৌকির   ●  রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা   ●  শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার

কক্সবাজার ফিশারঘাট অবতরণ কেন্দ্রের ভবন হেলে পড়েছে

 Cox's Bazar Fishery Ghat

 কক্সবাজার শহরের ফিশারীঘাট অবতরণ কেন্দ্রের ভবনটি বাঁকখালী নদীর দিকে হেলে পড়েছে।

ভবনটির উত্তরের অংশ সোমবার রাত আটটার দিকে পূর্বের দিকে হেলে যায়।

স্থানীয়রা জানান, এ ঘটনায় কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেনসহ প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনশৃংখলা বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। একই সঙ্গে ভবনের পাশ থেকে ট্রলার ও অন্যান্য জিনিসপত্র সরিয়ে নেওয়া ও ভবনের কিনারে লোকজন না যাওয়ার জন্য নিদের্শ প্রদান করা হয়েছে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ আবদুল্লাহ জানান, ব্যবসায়ীরা আশঙ্কা করছেন ভবনটি রাতের মধ্যে নদীতে ধ্বসে পড়তে পারে। কারণ রাতে জোয়ারের পানির উচ্চতা বাড়বে। ফলে স্রোতের টানে তা নদীর গভীরে তলিয়ে যেতে পারে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের অপারেশন কর্মকর্তা আবদুল মজিদ জানান, তারা ভবনটি নিয়ে কি করা যায় তা দেখছেন। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানান।

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক শরীফুল ইসলাম জানান, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কর্তৃক কক্সবাজারের এই মৎস্য অবতরণ কেন্দ্রের এ ভবনটি ১৯৮৮ সালে নিমার্ণ করা হয়েছিল। এ ভবনটিকে কেন্দ্র করে কক্সবাজারের সকল প্রকার মাছ ধরার ট্রলার থেকে মাছ খালাস করা হতো। ২০১২ সালে বর্ষায় নদীর স্রোতের আঘাতে ভবনটির বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। তখন থেকে এটি ঝুঁকিপূর্ণ হলেও তার সকল কার্যক্রম চলে আসছিল। পরবর্তীতে সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এদিকে, সোমবার তা হেলে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন  বলেন, ‘বিষয়টি নিয়ে মঙ্গলবার সকালে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। রাতের মধ্যে এটি ধ্বসে পড়লে করার কিছু নেই।’

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।