১ জুন, ২০২৩ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির মাসিক সভা অনুষ্ঠিত   ●  দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কক্সবাজার পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের ১৩ নেতা বহিস্কার   ●  উখিয়ায় জমি দখলে নিতে খুনের হুমকির অভিযোগ   ●  বিদগ্ধজনদের নিয়ে বিরূপ মন্তব্য থেকে প্রতিপক্ষকে বিরত থাকার আহবান মেয়র প্রার্থী মাহাবুবের   ●  কক্সবাজার পৌরসভার উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন   ●  কক্সবাজারে ওয়ার্ল্ডফিশ এর সিনার্জিস্টিক পার্টনারশীপ কর্মশালা   ●  সাগরে ইঞ্জিল বিকল হয়ে ১৩ দিন ভাসতে থাকা ২১ জেলে জীবিত উদ্ধার   ●  চকরিয়া ও টেকনাফে শীঘ্রই চালু হচ্ছে কউকের জোনাল অফিস   ●  মরিচ্যায় ভয়ংকর অপহরণকারী সিন্ডিকেট শীর্ষক সংবাদের নিন্দা ও প্রতিবাদ   ●  পেশীশক্তির প্রদর্শন ও হুমকি দিয়ে নৌকা বিজয় ঠেকানোর চেষ্টা বোকামী : মেয়র প্রার্থী মাহাবুব

কক্সবাজার পৌরসভার নির্বাচন : মেয়র প্রার্থী রাশেদকে চূড়ান্ত সতর্কীকরণ নোটিশ

কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র মাসেদুল হক রাশেদকে আচরণ বিধি লংঘনের অভিযোগে চূড়ান্ত সতর্কীকরণ নোটিশ প্রদান করেছে জেলা নির্বাচন কার্যালয়।

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন স্বাক্ষরিত নোটিশটি প্রদান করা হয়।

নোটিশটি বলা হয়েছে, আগামি ১২ জুন কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌর নির্বাচনের আচরণ বিধিমালা ২০১৫ (৫) বিধি অনুযায়ী কোন প্রার্থী বা রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে কোন ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান ভোট গ্রহণের নির্ধারিত দিনের ৩ সপ্তাহ পূর্বে কোন প্রকার প্রচারণা করতে পারে না। সে হিসেব মতে ২৬ মে থেকে প্রচারণা শুরু করা যাবে।

নোটিশটিতে মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদ এবং তার পক্ষের লোকজন আচরণ বিধি লংঘন করে পৌর এলাকায় জনসংযোগ বা শোডাউন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আচরণ বিধি লংঘনের বিষয়টি নির্বাচন কার্যালয় অবহিত হয়েছে উল্লেখ করে বলা হয়েছে, গত ২ মে আপনাকে (প্রার্থী রাশেদকে) আচরণ বিধি লংঘন না করার জন্য প্রাথমিক নোটিশ প্রদান করা হয়েছিল। তারপরও আচরণবিধি লংঘন অব্যাহত রাখা দুঃখজনক। এ পরিস্থিতিতে চূড়ান্ত নোটিশ প্রদান করে সর্তক করা হল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।