১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৩১ ভাদ্র, ১৪৩১ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৬


কক্সবাজার পৌরসভার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কক্সবাজার পৌরসভার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার তারকামানের হোটেল সী-গালের ‘পারাবাল বলরুমে’ আয়োজিত ইফতার মাহফিলে প্রশাসন, রাজনীতিক, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে আগত অতিথিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ববর্তী আলোচনায় পর্যটন নগরীকে আরো দৃষ্টিনন্দন করে সাজাতে উপস্থিত নেতৃবৃন্দসহ পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন মেয়র মুজিব।

ইফতার মাহফিলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সহ-সভাপতি কতুবদিয়ার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এড.ফরিদুল ইসলাম চৌধুরী, এড.বদিউল আলম সিকদার, রেজাউল করিম, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, কক্সবাজার পিডিবি’র নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গণি, মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য আয়াছুর রহমান ও মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, বাংলাদেশ বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটি প্রধানের প্রতিনিধি, জেলা পরিষদ সদস্য তাহমিনা চৌধুরী লুনা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রহিম উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর আক্তার কামাল আজাদ, মিজানুর রহমান, দিদারুল ইসলাম রুবেল, সাহাব উদ্দিন সিকদার, ওমর ছিদ্দিক লালু, রাজ বিহারী দাশ, সালাউদ্দিন সেতু, নুর মোহাম্মদ, কাজী মোরশেদ আহাম্মদ বাবু, সংরক্ষিত আসনের কাউন্সিলর ইয়াছমিন আক্তার, জাহেদা আক্তার, নাছিমা আক্তার, পৌরসভার সচিব রাছেল চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ইফতার মাহফিলে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।