২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

কক্সবাজার দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুদক যৌথ উদ্যোগে ‘‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’ পালিত

SAM_0165
সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি। এই প্রতিপাদ্য বিষয়কে ভিত্তি করে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫ দিবস আনুষ্টানিকভাবে পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে কক্সবাজার পিটিআই চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে পুনরায় ঐখানে এসে শেষ হয়। পিটিআই মিলনায়তনে কক্সবাজার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি কক্সবাজার পিটিআই সুপার বেগম কামরুন্নাহার ও বিশেষ অতিথি দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো: মনিরুজ্জামান, কক্সবাজার পিটিআই এর সাবেক সুপার রাজবিহারী চৌধুরী, পিটিআই সহকারী সুপার স্বপন কুমার দে, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সিটি প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল আমিন সিদ্দিক ও কমিটির সদস্য মাওলানা কামাল উদ্দিন প্রমুখ। সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিয়নের ডেপুটি কমান্ডার মো: শাহজাহান। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত দাশ এর সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি কামরুন্নাহার বলেছেন সমাজে অনেক নারীরা রয়েছে দুর্লোভী, এ লোভকে সামলাইতে না পেরে নারীরাই পুরুষকে দুর্নীতিগ্রস্থে সহায়তা দিয়ে পরবর্তীতে বিপদের দিকে ঠেয়ে দিচ্ছে। তিনি আরও বলেন আজ আমরা দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছি এ শপথ যেন সঠিকভাবে পালন করতে পারি। সমন্বিত উদ্যোগে দুর্নীতিমুক্ত সমাজ গঠন ছাড়াও আমাদের জীবন ও প্রজন্মের ভবিষ্যত জীবনকে ফুলে ফলে সুশোভিত করতে আমরা বদ্ধপরিকর। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট শাহজাহান বলেছেন আমার ওকালতি জীবনের অভিজ্ঞতা এই তৃণমূল পর্যায়ের গরীব লোকেরা বেশিরভাগ চুরি, ডাকাতির মামলায় অন্তর্ভূক্ত হয়ে কারারুদ্ধ হয়েছে, কিন্তু সমাজের বেশির ভাগ ওয়াইট কালার বা বড় ধনীরা অবাধে দুর্নীতি করে কাশিমপুর কারাগার সহ বিভিন্ন কারাগারে কারারুদ্ধ অবস্থায় জীবন-যাপন করে আসছে। আমরা সমাজের এসব দুর্নীতিবাজকে ঘৃণা করি, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে বদ্ধ পরিকর হই। দুর্নীতির করাল গ্রাসে বর্তমান সমাজে নিরীহ মানুষ জীবন যাপন করছে বলে মন্তব্য করেন। উক্ত অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও পিটিআই এর প্রশিক্ষণরত ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।