৫ নভেম্বর, ২০২৪ | ২০ কার্তিক, ১৪৩১ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা কমিটিতে কবির, আফসেল ও রাশেলকে প্রতিনিধি মনোনয়ন।   ●  ইজিবাইক চালকদের ডাটাবেইজের আওতায় আনার উদ্যোগ নিয়েছে পুলিশ   ●  রোহিঙ্গা ক্যাম্পে এনজিও’র মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু!!   ●  কক্সবাজারে এক টন পলিথিন জব্দ, জরিমানা   ●  গাজীপুর যুবলীগ নেতা আলমগীর কক্সবাজারে আটক   ●  মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ স্বর্ণ কারিগরের মৃত্যু   ●  ‘গণমাধ্যমকে পরাজিত হতে দেয়া যাবে না’   ●  ইয়াবা বদি’র প্রধান সহযোগী জাফর চেয়ারম্যান গ্রেফতার   ●  ইয়াবা বদি’র প্রধান সহযোগী জাফর চেয়ারম্যান গ্রেফতার   ●  উখিয়ায় প্রথম নারী এসিল্যান্ড যারিন তাসনিম তাসিন

কক্সবাজার জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানিয়া আফরিন

বার্তা পরিবেশক :

কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল চিকিৎসাজনিত কারণে আগামী ২৫দিন ভারতে অবস্থান করবেন। বিদেশে তাঁর এই অবস্থানকালীন সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তানিয়া আফরিন।
কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল স্বাক্ষরিত ‘ছুটিকালীন দায়িত্ব পালন প্রসঙ্গে’ সংক্রান্তে এক দপ্তরাদেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে প্যানেল চেয়ারম্যান তানিয়া আফরিনকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধতন কর্মকর্তাদের সদয় অবগতির জন্য প্রেরিত এই দপ্তরাদেশে উল্লেখ করা হয়েছে- নিন্ম স্বাক্ষরকারী কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল ৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত (২৫দিন) চিকিৎসাজনিত কারণে ভারতে অবস্থান করবেন। তাঁর অনুপস্থিতিকালীন সময়ে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব তানিয়া আফরিন জরুরী রুটিন কার্যাদির বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত জেলা পরিষদ চেয়ারম্যান তানিয়া আফরিন বলেন, ‘আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবো। এজন্য ব্যক্তিগতভাবে আমি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।