২২ অক্টোবর, ২০২৪ | ৬ কার্তিক, ১৪৩১ | ১৮ রবিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ায় পাহাড় ধ্বসে যুবকের মৃত্যু   ●  আকাশে উড়লো ফানুস, বাঁকখালী নদীতে ভাসলো ‘কল্প জাহাজ’   ●  সম্পত্তির লোভে চাচার ষড়যন্ত্রে ভাতিজা অপহরণ, তিনদিন পর উদ্ধার   ●  টেকনাফে ছাত্রদল নেতা ইয়াবাসহ আটক!   ●  ৫দিনের রিমান্ডে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর   ●  সেন্টমার্টিন থেকে ফিরার পথে স্পিডবোট ডুবি, নিখোঁজ ১   ●  ‘অনলাইন বাস টার্মিনাল’ সেবার সঙ্গে কমেছে যানজট; তিনদিনে অনলাইন সেবা পেল পর্যটকবাহী ৯০ বাস    ●  কক্সবাজারে প্রতিমা বিসর্জন দিতে যাওয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার   ●  কক্সবাজারে ৩ দিনে পুলিশের অনলাইন সেবা নিলো ৯০ ট্যুরিস্ট বাস   ●  কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও ভেসে এল মরা পরপইস

কক্সবাজার জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানিয়া আফরিন

বার্তা পরিবেশক :

কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল চিকিৎসাজনিত কারণে আগামী ২৫দিন ভারতে অবস্থান করবেন। বিদেশে তাঁর এই অবস্থানকালীন সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তানিয়া আফরিন।
কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল স্বাক্ষরিত ‘ছুটিকালীন দায়িত্ব পালন প্রসঙ্গে’ সংক্রান্তে এক দপ্তরাদেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে প্যানেল চেয়ারম্যান তানিয়া আফরিনকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধতন কর্মকর্তাদের সদয় অবগতির জন্য প্রেরিত এই দপ্তরাদেশে উল্লেখ করা হয়েছে- নিন্ম স্বাক্ষরকারী কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল ৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত (২৫দিন) চিকিৎসাজনিত কারণে ভারতে অবস্থান করবেন। তাঁর অনুপস্থিতিকালীন সময়ে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব তানিয়া আফরিন জরুরী রুটিন কার্যাদির বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত জেলা পরিষদ চেয়ারম্যান তানিয়া আফরিন বলেন, ‘আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবো। এজন্য ব্যক্তিগতভাবে আমি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।