২ অক্টোবর, ২০২৩ | ১৭ আশ্বিন, ১৪৩০ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  সদর মডেল থানার নবাগত ওসি’র সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাক্ষাৎ   ●  কক্সবাজারে নানা কর্মসূচির মধ্য দিয়ে চ্যানেল আই এর বর্ষপূর্তি উদযাপন   ●  ফেভারিট চকরিয়া কে হারিয়ে মহেশখালী চ্যাম্পিয়ন   ●  মহেশখালী কয়লা বিদ্যুৎ প্রকল্পে ভিটেমাটি দিয়েও চাকুরির প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি   ●  উখিয়ার হলদিয়ায় ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম সিকদারের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত   ●  সেন্টমার্টিনের উপর পর্যটন নির্ভরতা কমানোর পরামর্শ দিলেন এমপি আশেক   ●  কক্সবাজারে ডিএনসির অভিযান ইয়াবাসহ একজন গ্রেফতার, প্রাইভেটকার জব্দ   ●  বিট কর্মকর্তা জহিরুলের সফল অস্ত্রোপচার, এখনো জ্ঞান ফিরেনি   ●  রামুতে দখলবাজদের হামলার ঘটনায় মামলা, শঙ্কামুক্ত নয় জহিরুল   ●  সাবেক এমপি এড. খালেকুজ্জামানের ২৩ তম শাহাদত বার্ষিকী আজ

কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির মাসিক সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি;
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা কর্মপরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন (বৃহস্পতিবার) বাদ আছর নতুন জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, আকাবিরে দেওবন্দের রেখে যাওয়া আমানত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আপামর তাওহিদী জনতার হৃদয়ের সংগঠন। ইসলাম, দেশ ও জাতির কল্যাণে এ সংগঠনের গতিধারাকে তরান্বিত করা সময়ের দাবি। তাই সংগঠনকে অধিকতর সুসংহত করতে নেতা-কর্মীদের ইখলাস ও বিজ্ঞতাপূর্ণ সাংগঠনিক কর্মতৎপরতা চালিয়ে যেতে হবে।
জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আমানুল হক আমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, ইসলামী ছাত্রসমাজের জেলা সভাপতি হাফেজ শওকত আলী, শহর শাখার সাধারণ সম্পাদক হুজাইফা মাহমুদ প্রমুখ।
এ সভায় জেলাব্যাপী পার্টির কর্মতৎপরতা বৃদ্ধিকরণে ইতিপূর্বে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন ও নতুন জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন বিষয়ে গঠনমূলক সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন, দাওয়াতী কর্মতৎপরতা বেগবান এবং সাংগঠনিক পরিমণ্ডলে নিষ্ঠার সাথে সময় দেয়ার ব্যাপারে তাগিদারোপ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।