২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

কক্সবাজার জেলার ফিতরা ৬০ টাকা

download
কক্সবাজার জেলার ১৪৩৬ হিজরী সনের ফিতরা ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। জেলা ফিতরা নির্ধারণ কমিটির এক সভায় ফিতরার এই হার নির্ধারণ করা হয়।
আজ মঙ্গলবার সকালে স্থানীয় বায়তুর রহমান জামে মসজিদে কক্সবাজার ইমাম পরিষদের ফিতরা নির্ধারণ কমিটির এক জরুরী সভা ইমাম পরিষদ ও ফিতরা নির্ধারণ কমিটি সভাপতি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মুফতি সোলাইমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ইসলামী শরীয়াহ মতে গম বা আটা, খেজুর, কিসমিস ইত্যাদী পণ্যগুলোর যে কোন একটির মাধম্যে ফিতরা প্রদান করা যায়। গম বা আটার মাধম্যে প্রদান করলে ১কেজি ৬৬২ গ্রাম বা এর বাজার মূল্য ৫৮.১৭ টাকা প্রদান করতে হবে। তবে দেওয়ার সুবিধার্থে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
খেজুরের মাধম্যে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২৮০ টাকা প্রদান করতে হবে। কিসমিসের মাধম্যে প্রদান করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১০৯০ টাকা প্রদান করতে হবে।
মুসলমানরা নিজ নিজ সামর্থানুযায়ী সদকাতুল ফিতর আদায় করতে পারবেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুস সালাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ নুরুল আমীন, বায়তুল ইজ্জত জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ নুরুল মোস্তফা, বদরমোকাম জামে মসজিদের পেশ ইমাম মাওঃ হাফেজ মুহাম্মদ ইউনুছ ফরাজী, বায়তুর রহমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ কারী আতাউল্লাহ, ফায়ার সার্ভিস জামে মসজিদের পেশ ইমাম মাওঃ অলিউল্লাহ, বিমানবন্দর জামে মসজিদের খতিব মাওঃ আতাউল করিম, বায়তুশ শরফ জামে মসজিদের পেশ ইমাম মাওঃ হাফেজ নুরুল আবছার, বইল্যাপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাও ওসমান গণী ও মাওঃ মঞ্জুর এলাহী প্রমুখ।
#

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।