১২ অক্টোবর, ২০২৪ | ২৭ আশ্বিন, ১৪৩১ | ৮ রবিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজারের রিসোর্টের কক্ষ থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার   ●  পেকুয়ায় অপহৃত শিক্ষকের বস্তাবন্দি লাশ মিললো পুকুরে   ●  কক্সবাজারে সাবেক হুইপ কমল, আ.লীগ সম্পাদক মুজিবসহ ৪০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা   ●  পর্যটকদের ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল ওরা ৬ জন, র‌্যাবের অভিযানে ভন্ডুল    ●  পেকুয়ায় পরিবারের ১০ সদস্যকে নিয়ে শহীদ মিনারে অনশন উন্নয়ন কর্মীর   ●  তুলে নিয়ে যাওয়া সব ট্রলার ও জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী   ●  একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি দেশের প্রশ্নে কখনো আপোষ করেননি’   ●  মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন   ●  ছাত্র সমন্বয়ক’ পরিচয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি, জনতার হাতে ধরা এক যুবক: মামলা   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য ‘ডাকাত আলাউদ্দিন’ গ্রেফতার

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি অনুষদে ১ম ও ২য় সেমিষ্টার সমাপনী অনুষ্টান

DSCF8429
০৬ মার্চ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্টিত হয়ে গেল ইংরেজি অনুষদের ১ম ও ২য় সেমিষ্টার সমাপনী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভি, সি ড. মো. আবুল কাশেম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ইংরেজি বিভাগের শিক্ষক আশফাক আখতার আবীর তিনি । তিনটি সুন্দর গল্পের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভাল ফলাফল ও একাডেমিক উৎকর্ষতা অর্জনের পথ প্রদর্শন করেন। অন্যদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্রগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগের প্রধান সাদাত জামান খান মারুফ। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় চট্রগ্রামের সর্ব দক্ষিণের একমাত্র আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষার প্রতিষ্টান। তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন (ইউ.জি.সি) পর পর অনেক বার পরিদর্শন করে অসাধারণ প্রতিবেদন প্রকাশ করেন, এবং অতি শীঘ্রই ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের আশাবাদ ব্যক্ত  করেন। সভাপতির বক্তব্যে ইংরেজি বিভাগের প্রধান আতাউল্লাহ নুরী শিক্ষার্থীদের লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে সুন্দর পরামর্শ দেন। তিনি আরও বলেন, ইংরেজি অনুষদ দিন দিন অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। এই অনুষদে লেখাপড়ার পাশাপাশী সাংস্কৃতিক কর্মকান্ডে বিশেষ গুরুত্ব দেন বলে তিনি জানান।
প্রধান অতিথির বক্তেব্যে বিশ্ববিদ্যালয়ের ভি, সি ড. মোঃ আবুল কাশেম প্রথমে শিক্ষার্থীদের সফলতার সাথে ১ম ও ২য় সেমিষ্টার শেষ করার জন্যধন্যবাদ জানান । তিনি আরও বলেন, আমাদের কাছে বাংলা ভাষার পর বর্তমান বিশ্বের সামগ্রিক অবস্থা বিবেচনা করে এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য নিজেকে গড়ে তুলতে ইংরেজি ভাষার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী প্রণব দে, মুর্শেদুল ইসলাম, নাবিলা হাসান, লিংকন মহাজন, ও টুটুল। এ সেমিষ্টারে যারা ১ম, ২য়, ও ৩য় স্থান অধিকার করেছে তাদেরকে ক্রেস্ট দিয়ে শুভেচছা জানানো হয় ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নয়িন্ত্রক  এ, এস, এম সাইফুর রহমান, রজেস্টিার নাজমি উদ্দনি  সি,এস,সি, অনুষদের প্রধান নুসরাত জাহান চৌধুরী,  শক্ষিক মেহেদী হাসান এবং বি,বি,এ অনুষদের শিক্ষক বপ্লিব রায় ও এডমিশন অফিসার পারিয়েল সামিহা শারিকা প্রমূখ। আর সম্পূর্ন অনুষ্ঠান সঞ্চালন করেন ইংরেজী অনুষদের মোঃ তোহাও হাববিা…

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।