
নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার শহরের বাস টার্মিনালের পশ্চিম পাশে ঝিলংজার ইসলামাবাদে ভয়াবহ আকারে পাহাড় কাটা চলছে। এভাবে পাহাড় কাটার ফলে সেখানে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছে। পাহাড় কাটার সংবাদে গত মঙলবার বিকালে সেখানে অভিযান চালিয়েছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ঝিলংজা বন বিটের বনকর্মীরা। অভিযানে পাহাড় কাটার কোদাল, শাবল ও গাড়ি জব্দ করা হয়।
এলাকাবাসী অভিযোগ করে জানিয়েছেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আবছার নামের ওই ব্যক্তি বেশ কিছু দিন ধরে ইসলামাবাদ এলাকায় পাহাড় কেটে বসতি নির্মাণ করে আসছিল। ১০০ ফুট উঁচু পাহাড় খাড়াভাবে কাটার ফলে চরম ঝুঁকি তৈরি হয়। যেকোন মুহূর্তে সেখানে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় খবর পেয়ে বনকর্মীরা গিয়ে সেখানে অভিযান চালিয়ে পাহাড় কাটার সরঞ্জাম জব্দ করে।
পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘ঝুঁকিপূর্ণভাবে পাহাড় কাটা হয়েছে। আনুমানিক ৩০ হাজার ঘনফুট মাটি কাটার ঘটনা ঘটেছে। এতে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছে। এসব উচ্ছেদ করা না হলে পাহাড় ধসে প্রাণহানি ঘটতে পারে।’ যোগাযোগ করা হলে নুরুল আবছার বলেন, ‘পাশে অনেকেই পাহাড় কাটছে, এখন আমি পাহাড় কেটে বিপদে পড়েছি।
অভিযুক্ত পাহাড় খেকো কক্সবাজার জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আবছারের বক্তব্য নেয়ার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কক্সবাজার রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে পাহাড় কাটার বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।