কক্সবাজারে সড়কে আসা-যাওয়ার ক্ষেত্রে সর্তকর্তা অবলম্বন ও নিরাপত্তা বিষয়ে সচেতনমুলক সেমিনার শুরু হয়েছে।
কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে এই সেমিনারের আয়োজন করে বিএরটিএ কক্সবাজার কার্যালয়।
আগামি ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয় সম্পর্কে সচেতন বৃদ্ধির লক্ষ্য এ আয়োজন করা হচ্ছে।
সেমিনারে সড়ক নিরাপত্তা ও সর্তকর্তা নিয়ে আলোচনা করেন, বি আর টি এ কক্সবাজার সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশীদ, সহকারী মোটরযান পরিদর্শক মো: ইউসুফ, উচ্চমান সহকারী হারুনুর রশীদ এবং সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চন্দ্র দেবনাথ।
শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমন আয়োজন ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছেন বি আর টি এ কক্সবাজার সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশীদ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।