১ জুন, ২০২৩ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  বিদগ্ধজনদের নিয়ে বিরূপ মন্তব্য থেকে প্রতিপক্ষকে বিরত থাকার আহবান মেয়র প্রার্থী মাহাবুবের   ●  কক্সবাজার পৌরসভার উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন   ●  কক্সবাজারে ওয়ার্ল্ডফিশ এর সিনার্জিস্টিক পার্টনারশীপ কর্মশালা   ●  সাগরে ইঞ্জিল বিকল হয়ে ১৩ দিন ভাসতে থাকা ২১ জেলে জীবিত উদ্ধার   ●  চকরিয়া ও টেকনাফে শীঘ্রই চালু হচ্ছে কউকের জোনাল অফিস   ●  মরিচ্যায় ভয়ংকর অপহরণকারী সিন্ডিকেট শীর্ষক সংবাদের নিন্দা ও প্রতিবাদ   ●  পেশীশক্তির প্রদর্শন ও হুমকি দিয়ে নৌকা বিজয় ঠেকানোর চেষ্টা বোকামী : মেয়র প্রার্থী মাহাবুব   ●  র‍্যাবের জালে ধরা পড়ল ৯ লাখ ইয়াবাসহ ৫ মাদক কারবারি: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার   ●  ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার   ●  হাফেজখানা ও এতিমখানার ৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

কক্সবাজারে সংখ্যালঘু সম্প্রদায়কে সন্ত্রাসীদের অব্যাহত হুমকী

Homki
কক্সবাজার শহরের সাব-মেরিন ক্যাবলস্স্থ চৌধুরী পাড়ায় এক সংখ্যালঘু সম্প্রদায়কে সন্ত্রাসীরা অব্যাহত হুমকী দিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকীর মুখে পরিবারটি সন্ত্রাসীদের ভয়ে অসহায় দিনযাপন করছে। যে কোন মূহুর্তে সন্ত্রাসীরা তাদের উপর সশস্ত্র হামলা চালাতে পারে বলে আশংকা করা হচ্ছে। সন্ত্রাসীদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস করছে না।
অভিযোগে জানা গেছে, উক্ত এলাকার সুলাল মল্লিক গং এর পৈত্রিক ভাবে প্রাপ্ত সম্পত্তি জবর দখলের আশায় এলাকার কিছু সন্ত্রাসী দল বেঁধেছে। তারা উক্ত পরিবারটিকে এলাকা থেকে উচ্ছেদের জন্য বেশ’কিছুদিন ধরে নানা ভাবে হুমকী, দমকীসহ হয়রানি করে আসছে। এ ব্যাপারে স্থানীয়ভাবে বেশ ক’বার সূরাহা করার চেষ্টাও করা হয়। কিন্তুু সন্ত্রাসীর দল এতই বেপরোয়া যে কারো কথার কর্ণপাত তারা করেন না।
জমির মালিক সুলাল মল্লিক জানান, আমরা বংশ পরিক্রমায় দীর্ঘদিন ধরে বাপ-দাদার ভিটে বাড়িতে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি। নাম প্রকাশ না করার স্বত্ত্বে তিনি বলেন, সন্ত্রাসীরা এতই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে ভয়ে এলাকার কেউ কথা বলতে সাহস করেন না। বাপ-দাদার ভিটে ছেড়ে আমরা যাবো কোথায় ? অসহায় বলে আমাদের উপর এ অত্যাচার, নির্যাতন। যে কোন মূহুর্তে সন্ত্রাসীরা আমার ও আমার পরিবারের উপর সশস্ত্র হামলা চালাতে পারে।
এ ব্যাপারে তিনি পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।