২৬ ডিসেম্বর, ২০২৫ | ১১ পৌষ, ১৪৩২ | ৫ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা

অপরাধ নির্মূলে প্রসংশনীয় ভূমিকা

কক্সবাজারে শ্রেষ্ঠ সার্কেল রাসেল, শ্রেষ্ঠ ওসি মুহাম্মদ ওসমান গনি

অপরাধ নির্মূলে প্রসংশনীয় ভূমিকা রাখায় ৯ম বারের মতো শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল পিপিএম-সেবা। একই সাথে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন মুহাম্মদ ওসমান গনি।
বৃহস্পতিবার (১১জানুয়ারি ) কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁদেরকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, (চকরিয়া সার্কেল) এম. এম. রকীব উর রাজা, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রাম প্রসাদ ভক্ত সহ সিআইডি, এপিবিএন এর প্রতিনিধিগণ এবং নয়টি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জবৃন্দ।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় ডিসেম্বর মাসের পারফরম্যান্স বিবেচনায় অভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো.রাসেল পিপিএম-সেবা নির্বাচিত হন। এবং তাঁকে ক্রেষ্ট তুলে দেন পুলিশ সুপার। এছাড়া শ্রেষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন টেকনাফ মডেল থানার মুহাম্মদ ওসমান গনি।
এক প্রতিক্রিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল পিপিএম-সেবা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করে বলেন, এ অর্জন উখিয়া-টেকনাফবাসী। ভবিষ্যতে মাদক ও চোরাচালান রোধ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুলে সার্বিক সহযোগিতাও কামনা করেন। একই সাথে কৃতজ্ঞতা ও আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন ওসি মুহাম্মদ ওসমান গনি।
এদিকে উক্ত সভায় পারফরম্যান্স বিবেচনায় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সেরা অফিসারদের ক্রেস্ট, নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
তারা হলেন, পুলিশ পরিদর্শক ইমন কান্তি চৌধুরী (রামু থানা), এএসআই সন্তোষ কান্তি মন্ডল (রামু থানা), এসআই অরূপ তালুকদার (উখিয়া থানা), শ্রেষ্ঠ থানা টেকনাফ মডেল থানা।
গেল ডিসেম্বরে টেকনাফ মডেল থানার চার কর্মকর্তা শ্রেষ্ঠ হয়েছেন। তারা হলেন, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এসআই (নি) মো: মঞ্জু, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই (নিঃ) মো: শাহাদাত সিরাজী, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই (নি) মো: তারেক মাহমুদ, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই (নিঃ) আব্দুল জলিল।
এছাড়া শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হয়েছেন কক্সবাজার সদর ট্রাফিকের টি.আই মোহাম্মদ তুহিন আহমদ এবং বিশেষ পুরস্কার পেয়েছেন ডিএসবি কক্সবাজারের এসআই (নিঃ) মো: সোহেল রানা ও কক্সবাজার ক্রাইম এন্ড অপস্ শাখার কনস্টেবল শাহীন আহমদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।