২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

কক্সবাজারে যুবদলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

jjd-pic
গণতন্ত্রকে তার নিজস্ব পথে চলতে দিন। জনগণের ভোটাধিকার ফিরে দিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করুন। সব দলের অংশ গ্রহণে আগামী নির্বাচন নিশ্চিত করুন। বাকশালতন্ত্রের চিন্তাধারা ফিরে এসে মানুষের মৌলিক অধিকারকে মূল্যায়ন করুন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকালে জেলা বিএনপির কার্যালয় চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জলের সভাপতিত্বে সভায় তিনি আরো বলেন, সরকার নানা কৌশল অবলম্বন করে বিএনপি তথা বিরোধীদলের স্বাভাবিক ও গণতান্ত্রিক রাজনীতির পথে বাঁধা সৃষ্টি করছে।
তার মতে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামীতে আন্দোলন গড়ে তুলতে হবে। আর এই আন্দোলন হবে জনগণের আন্দোলন। কারণ বর্তমান আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের নামে জনগণের সাথে রসিকতা শুরু করেছে। আওয়ামী লীগ সরকারের হাতে কেউ নিরাপদ নয়। সকালে ঘুম থেকে ওঠে লাশের গন্ধ। খুন, গুম, অপহরণ বেড়েছে মাত্রাতিরিক্ত। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঘুষ-দুর্নীতি। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ অতীষ্ট। বিদেশ নির্ভর সরকারের কাছে ক্রমেই বন্ধি হয়ে পড়ছে বাংলাদেশ। এই দেশকে বাঁচাতে সবার নতুন জাগরণ দরকার।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, যেসব কালাকানুনের মাধ্যমে দেশের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হচ্ছে সেসব দূর করে সকল নাগরিকের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ দিন। তা না হলে এ ধরনের রাজনীতি দেশের জন্য মঙ্গলকর হবে না। মুক্তিযুদ্ধের চেতনার সাথেও সঙ্গতিপূর্ণ হবেনা। দেশ ক্ষতিগ্রস্ত হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান শাহজাহান চৌধুরী।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র জিসান উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুা চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সদস্য এম. মোকতার আহমেদ প্রমুখ।
বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট মো. ইউনুছ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আমির আলী, পৌর যুবদলের সভাপতি মসউদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আফসেল, শহর শ্রমিক দলের সভাপতি এস্তাক আহমদ, জেলা যুব দলের প্রচার সম্পাদক ইউসুফ রুবেল, যোগাযেগ বিষয়ক সম্পাদ বাবু দোলন ধর, সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহাসন আলী, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ ইসমাঈল, সহ-দপ্তর সম্পাদক এডভোকেট মঈনুল আমিন ইমু।
সভায় উপস্থিত ছিলেন জেলা যুব দলের সহ-সভাপতি মো. রফিক, হামিদ হোসাইন সাগর, মোজাফ্ফর আহমদ সুমন, সহ-সাধারণ সম্পাদক নুর উদ্দিন কোম্পানী, জাহেদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ, কুতুব উদ্দিন, জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ হামিদুল হক পুতু, দপ্তর সম্পাদক মো. নুরুল আমিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল ফারুক ডালিম, তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল মাবুদ চৌধুরী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মশিউর রহমান জুয়েল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার জসিম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবদুল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আলমগীর চৌধুরী, শিল্প বিষয়ক সম্পাদক মোরশেদুল হক শাহীন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. শাহাব উদ্দিন, মৎস্য ও পশু পালন বিষয়ক সম্পাদক খোরশেদ আলম পুতু, শহর ছাত্র দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহাদত হোসেন রিপন, যুগ্ম-আহবায়ক আল আমিন, শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী, সহ-ক্রিড়া সম্পাদক আবছার কামাল, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক শামসুল আলম, সহ-সমাজ কল্যাণ বিসয়ক সম্পাদক জাফর আলম, সহ-পল্লি উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন, সহ-শিল্প বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল মাহমুদ, সহ-প্রচার সম্পাদক শাহাব উদ্দিন শাহেদ, সহ-আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-ক্রিড়া সম্পাদক নাসির উদ্দিন, সহ-যোগাযোগ সম্পাদক মো. হামিদ, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আবুল ফজল, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. হাশেম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিউল্লাহ শেখর, সহ-বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলরাম পাল, সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রাজিব চৌধুরী, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমানত উল্লাহ, সহ-ব্যবসা বানিজ্য বিষয়ক সম্পাদক আবদুল আজিজ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ রুবেল। জেলা যুবদলের সদস্য আজিজুল হক রুবেলের কোরআন তেলাওয়াতের মধ্যমে শুরু হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।