৯ ডিসেম্বর, ২০২৩ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত   ●  আরসা প্রধান আতাউল্লাহসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   ●  কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক   ●  হলফনামা বিশ্লেষণ: ৫ বছরে এমপি আশেকের সম্পদ বেড়েছে ২ কোটি টাকার কাছা-কাছি   ●  ২১ দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এল পন্যবাহি চারটি ট্রলার   ●  মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা   ●  ভ্রাতৃঘাতি দেশপ্রেমহীন রোহিঙ্গা আরসা-আরএসও প্রসঙ্গে; এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর   ●  কক্সবাজারে রেল : শুরুতেই ইজিবাইক চালকদের দৌরাত্ম্য ২০ টাকা ভাড়া রাতা-রাতি ৫০ টাকা!   ●  মাদক কারবারিদের হুমকির আতঙ্কে ইউপি সদস্য কামালের সংবাদ সম্মেলন   ●  সালাহউদ্দিন সিআইপি ও এমপি জাফরকে আদালতে তলব

কক্সবাজারে বৃষ্টির জন্য নামাজ ও মোনাজাত

কক্সবাজার প্রতিনিধি:
বর্ষার ভর মৌসুমে বৃষ্টিহীন দেড় মাস অতিবাহিত  চাষাবাদ স্থবির তাপদাহে জনজীবন বিপন্ন এক ফোটা রহমতের বৃষ্টি কামনায় কক্সবাজারে পৃথক স্থানে বৃষ্টির জন্য সালাতুল ইস্তেকারের মাধ্যমে বিশেষ মোনাজাত করা হয়েছে। এতে নানান শ্রেনী পেশার মানুষের ঢল নামে।
গতকাল মঙ্গলবার সকাল  সাড়ে আটটায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃষ্টির জন্য নামাজ শুরু  হয়। বোয়ালখালী মাদ্রাসা, মাইজ পাড়া আজি জিয়া নুরুল উলুম মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ছাত্র-শিক্ষক ও নানা শ্রেনী পেশার অসংখ্য লোকজনের সমাগম ঘটে।
নামাজের পূর্বে সংক্ষিপ্ত বয়ান করেন-স্বনামধন্য আলেমেদ্বীন হয়রত মাওলানা ইমাম জাফর আলম ও মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার শিক্ষক মুবিনুল হক জমিরী।
ইমাম জাফর আলমের খুতবা পড়ার মধ্য দিয়ে স্কুল মাঠে দুই রাকাত নামাজ আদায় করেছেন আগত বিপুল সংখ্যক মুসল্লীরা। পরে মোনা জাতে অংশ নেন।
নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেছেন এলাকার সুপরিচিত ওয়ায়েজ মাওলানা ইমাম জাফর আলম। দীর্ঘক্ষন মোনাজাতে প্রচন্ড গরম সহ্য করে শুরু থেকে শেষ পর্যন্ত অপেক্ষা করে মুসল্লীরা। অনেকে মোনাজাতে বৃষ্টির জন্য কান্না কাটি করতেও শোনা গেছে।
অন্যদিকে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ঈদগড় এ এম বি উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ১০ টায় ঈদগড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আনাছ মোস্তাকের ইমামতিতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান সালাতুল ইস্তিকাস নামাজে অংশ নিয়ে সালাত আদায় করেন। সালাত শেষে খুতবা পাঠ করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম। সালাত ও খুতবা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুস সালাম।
বিশেষ মোনাজাতে রহমতের বৃষ্টির জন‍্য উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানের কান্নায় আকাশ ভারি হয়ে উঠে।সকলের একটাই আওয়াজ হে আল্লাহ আমাদের ক্ষমা করুণ, এক ফোটা রহমতের বৃষ্টি দিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।