৮ ডিসেম্বর, ২০২৩ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  আরসা প্রধান আতাউল্লাহসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   ●  কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক   ●  হলফনামা বিশ্লেষণ: ৫ বছরে এমপি আশেকের সম্পদ বেড়েছে ২ কোটি টাকার কাছা-কাছি   ●  ২১ দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এল পন্যবাহি চারটি ট্রলার   ●  মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা   ●  ভ্রাতৃঘাতি দেশপ্রেমহীন রোহিঙ্গা আরসা-আরএসও প্রসঙ্গে; এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর   ●  কক্সবাজারে রেল : শুরুতেই ইজিবাইক চালকদের দৌরাত্ম্য ২০ টাকা ভাড়া রাতা-রাতি ৫০ টাকা!   ●  মাদক কারবারিদের হুমকির আতঙ্কে ইউপি সদস্য কামালের সংবাদ সম্মেলন   ●  সালাহউদ্দিন সিআইপি ও এমপি জাফরকে আদালতে তলব   ●  কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি জাফর আলম

কক্সবাজারে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ শুরু

নিজস্ব প্রতিবেদক:
পর্দা উঠলো বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের। শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দীর্ঘ ৫ বছর পর এ আসর শুরু হয়। এবার লীগের পৃষ্ঠপোষকতায় রয়েছে দেশের শীর্ষ বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় যুব একাদশ রামু বনাম চকরিয়া ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। যার ফলে গোল শূন্য ফলাফল নিয়ে সন্তুষ্ট থাকতে হয় উভয় দলকে।
এর আগে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া, বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক এমডি আবু হেনা প্রমুখ।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে এই আসরটি অনেক তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন পরে হলেও জেলায় এ আসরটি পুনরায় শুরু হওয়ায় অনেকে খুশি হয়েছেন। মন সতেজ রাখতে খেলাধুলার বিকল্প নেই। জেলা ছাড়াও বিভিন্ন তৃণমূল পর্যায়ে খেলাধুলা চলমান রাখা জরুরী।
বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মো. আবু হেনা বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। নতুন নতুন খেলোয়াড় তৈরি করতে দেশের বিভিন্ন খেলায় পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে গ্রুপটি। আমরা চাই খেলাধুলায় এগিয়ে যাক বাংলাদেশ। প্রত্যেক জেলায় আয়েজিত জেলা ফুটবল লিগে সহযোগিতা করে যাচ্ছি আমরা।’
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদু, আয়োজক কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিন কবির, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, সদস্য খালেদ আজম বিপ্লব, ওয়াহিদ মুরাদ সুমন ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী প্রমুখ।
২০১৬-১৭ সালের পর চলতি বছর এ আসরের পর্দা উঠেছে। আসরে ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরে জেলার ১৮ টি ক্লাব ৩টি গ্রুপে অংশ নিচ্ছে।
আজ (শনিবার) খেলা :
চকরিয়া শেখ জামাল বনাম টেকনাফ খেলোয়াড় সমিতি।
দুপুর ২ টা।
ভেন্যু : কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়াম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।