২২ মার্চ, ২০২৩ | ৮ চৈত্র, ১৪২৯ | ২৯ শাবান, ১৪৪৪


শিরোনাম
  ●  যাত্রীবেশে ইয়াবা পাচারকালে রামু ক্রসিং হাইওয়ে থানায় আটক ১   ●  উখিয়ায় অভিযোগকারীদের উল্টো চিঠি ইস্যু করে অভিযুক্ত শিক্ষা অফিসার!   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৭ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  বৈরী আবহাওয়া : সেন্টমার্টিনগামি জাহাজ চলাচল বন্ধ   ●  চকরিয়ার দুটি বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিলেন এমপি জাফর আলম   ●  রামুতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু ছিলেন বাঙালির আস্থা ও বিশ্বাসের ঠিকানা   ●  চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত   ●  জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এমপি জাফরের   ●  কক্সবাজার জেলা কারাগারে দিনব্যাপী বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন   ●  এমপি জাফরের কাছ থেকে শেখ রাসেল স্কুলের শিক্ষার্থীরা পেল স্মার্ট ব্যাগ ও শিক্ষা উপকরণ

কক্সবাজারে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বছর জুড়ে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা শুরু

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার জেলা শহর থেকে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের দূরত্ব অনুমানিক ৫৫ কিলোমিটার। এ ইউনিয়ন পাহাড়ী জনপথ ও র্দূগম এলাকা হওয়ায় স্বাস্থ্য সেবা পাওয়া নিয়ে রয়েছে নানা অনিশ্চিয়তা। আর সেই ইউনিয়নের ৩ শতাধিক মানুষকে শুক্রবার দিনব্যাপী বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেছেন জেলার বিশেষজ্ঞ চিকিৎসক দল। একই সঙ্গে প্রদান করা হয়েছে বিনা মূল্যে ওষুধও।

মুক্তিযুদ্ধের ঐক্য কক্সবাজার জেলা কমিটির আহবায়ক মো. নজিবুল ইসলামের উদ্যোগে প্রদান করা হয়েছে এ স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ। এমন ব্যতিক্রম কার্যক্রম চলছে বছর জুড়ে। পুরো এক বছর র্দূগম এলাকায় গিয়ে এ কার্যক্রম প্রদান অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন নজিবুল।

রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ‘ঈদগড় আমির মোহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়’ প্রাঙ্গনে কর্মসূচির উদ্বোধন দিনে ঈদগড় ইউনিয়নের ৩ শতাধিক মানুষ এ সেবা গ্রহণ করেছেন। এ উপলক্ষ্যে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মুজিবুর রহমান, বিএমএ কক্সবাজার জেলা শাখার সভাপতি, স্বাচিপ নেতা, জেলা আওয়ামী লীগের প্রাক্তন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মো. মাহবুবুর রহমান, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল বক্তব্য রাখেন। আর ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক প্রান্তিক জনগোষ্ঠীর রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ মোঃ মাহবুবুর রহমান, কক্সবাজার সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রাজীব নাথ, সদর হাসপাতালের ইর্মাজেন্সি মেডিকেল অফিসার ডাঃ পুলক মন্ডল, ইন্টার্ণ চিকিৎসক পরিষদ সভাপতি ডাঃ তাজমির রহমান, ইন্টার্ণ চিকিৎসক ডাঃ সাব্বির হোসেন ও ডাঃ সাহিমুল আবরার। নজিবুল ইসলাম বলেন, ‘মেডিসিন, শিশু ও স্ত্রী রোগ বিশেষজ্ঞদের ৬টি টিম কার্যক্রমের উদ্বোধনের প্রথম দিন চিকিৎসা সেবা প্রদান করেছে। যেখানে চিকিৎসা পেয়েছেন ৩ শতাধিক মানুষ। আর বিনামূল্যে সরবরাহ করা হয়েছে ওষুধ। নিজ উদ্যোগে এই কার্যক্রম বছর জুড়ে করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।