১২ জুলাই, ২০২৫ | ২৮ আষাঢ়, ১৪৩২ | ১৬ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

কক্সবাজারে প্রযোজনা ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ কর্মশালা শিগগির

হাফিজুল ইসলাম চৌধুরী : কক্সবাজারে প্রথম বারের মতো তরুণ-তরুণীদের চলচ্চিত্র প্রশিক্ষণ, নির্মাণ ও প্রদর্শনীসহ একটি প্রযোজনা ভিত্তিক অনুষ্ঠান শিগগির আরম্ভ হবে। শান্তি, সুশাসন এবং সহনশীলতা এই প্রতিপাদ্য নিয়ে কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২৫ জন তরুণ-তরুণী এই কর্মশালার মাধ্যমে চলচ্চিত্র প্রশিক্ষণে অংশগ্রহণ, নির্মাণ ও প্রদর্শনের সুযোগ পাবেন। যাদের চলচ্চিত্র, ফটোগ্রাফি, লেখালেখি, পারফর্মিং আর্ট এর প্রতি আগ্রহ আছে এবং চলচ্চিত্র, ভিডিও, টেলিভিশন, থিয়েটার, অভিনয় বা গল্প লেখায় অভিজ্ঞতা আছে তাদের জন্য এই কর্মশালা সবচেয়ে উপযুক্ত। ১৮ থেকে ৩০ বছরের তরুণ-তরুণীরা যাদের সমাজে সুশাসন ও শান্তির জন্য কাজ করতে আগ্রহ আছে, শুধু মাত্র তাঁদেরকেই আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে আহবান জানানো হয়েছে।

ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফারভেজ সিদ্দিকী বলেন, এই কর্মশালার মাধ্যমে তরুণ-তরুণীরা অংশগ্রহণ মূলক চলচ্চিত্র নির্মাণ কর্মশালায় অংশগ্রহণ, মূল ভাবনা থেকে গল্প এবং গল্প থেকে চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনী এবং প্রফেশনাল নির্মাতাদের সাথে হাতে কলমে শেখার সুযোগ পাবেন। যারা নির্বাচিত হবেন তাদের সবাইকে স্কলারশিপ দেওয়া হবে। প্রয়োজনে যোগাযোগ- মারুফ বিন কবির (০১৮২৯-৬৫২১৩৪)।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।