৩ জুন, ২০২৩ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৩ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা ও মুচলেকা আদায়   ●  পুকুরে ডুবে প্রাণ গেল শিশু তৌকির   ●  রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা   ●  শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার   ●  কক্সবাজারে রেডিও সৈকত এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন   ●  ৪ দফা দাবিতে কক্সবাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন প্রতিবাদ সমাবেশ   ●  নির্মাণ সামগ্রীর গুনগতমান পরীক্ষায় চকরিয়ায় ল্যাব উদ্বোধন   ●  কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির মাসিক সভা অনুষ্ঠিত   ●  দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কক্সবাজার পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের ১৩ নেতা বহিস্কার   ●  উখিয়ায় জমি দখলে নিতে খুনের হুমকির অভিযোগ

কক্সবাজারে ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারে দুই দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা শনিবার (১৯ নভেম্বর) বিকালে শহরের শহীদ দৌলত ময়দানে সম্পন্ন হয়েছে।
মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ১৪টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে জেলা প্রশাসন।
মাধ্যমিক পর্যায়ে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়, কক্সবাজার মডেল হাই স্কুল, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
উচ্চ মাধ্যমিক স্তরে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট, কক্সবাজার বিয়াম স্কুল এন্ড কলেজ, কক্সবাজার সিটি কলেজ। প্রজেক্ট মূল্যায়নে প্রথম হয়েছে স্মার্ট কক্সবুথ।  ওয়েবভিত্তিক এ্যাপ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দ্বিতীয় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তৃতীয় স্থান অর্জন করেছে।  স্টলের মধ্যে সেবা বিবেচনায় প্রথম স্থান অর্জন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।  আঞ্চলিক পাসপোর্ট অফিস দ্বিতীয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তৃতীয় হয়েছে।  বিশেষ ক্যাটাগরিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রথম এবং ফ্রিল্যান্সার দ্বিতীয় পুরস্কৃত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষন কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কবির হোসেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, প্রবীন শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবন ও সেবা তৈরির মাধ্যমে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রায় ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে সরকার কাজ করে যাচ্ছে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে বাছাইকৃত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।