২৯ ডিসেম্বর, ২০২৫ | ১৪ পৌষ, ১৪৩২ | ৮ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন

কক্সবাজারে ডিএনসির পৃথক অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক

বিশেষ প্রতিনিধি:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)পৃথক অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজারের পৃথক টিম কলাতলী বাইপাস রোডস্থ পতাকা স্টোর এর সামনে দাড়ানো আমেরিকান পরিবহন নামীয় গাড়িতে অভিযান চালায়। ওই ২০ হাজার ইয়াবাসহ   মো. মনির হোসেনকে আটক করা হয়। সে পটুয়াখালীর  কাটাসিয়া বাজার এলাকার  মৃত হাসেমের ছেলে।

একই ভাবে ডলফিন মোড় বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এলাকায় অভিযান চালায়। ওই সময় ২০ হাজার ইয়াবাসহ মো. সোহেলকে আটক করা হয়। সে গাজীপুরের কাজি বাড়ি, কদুরুজ্জামান এলাকার  মৃত জমির আলীর ছেলে।

কক্সবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বলেন, পৃথক অভিযানে ঘটনায় তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের  মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।