২৩ জানুয়ারি, ২০২৬ | ৯ মাঘ, ১৪৩২ | ৩ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত

কক্সবাজারে ট্রাফিক পুলিশের অভিযানে ৬ বস্তা চোলাই মদসহ আটক ১, সিএনজি জব্দ

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার শহরের উপকন্ঠ কলাতলী এলাকা থেকে ৬ বস্তা চোলাই মদসহ এক সিএনজি চালকে আটক করেছে ট্রাফিক পুলিশের একটি টিম। ওই সময় তার সিএনজিটিও জব্দ করা হয়। আটককৃত সিএনজি চালক জাহেদুল ইসলাম জসিম রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংঘাটা  এলাকার মোক্তার মিয়ার ছেলে। গত সোমবার ট্রাফিক পুলিশ মদ ও সিএনজিসহ তাকে আটক করে।
গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজার ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তুহিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার একটি নম্বরবিহীন সিএনজি কক্সবাজার বাসস্ট্যান্ডের দিক থেকে কলাতলী গোল চত্বর পেরিয়ে শহরের দিকে যাচ্ছিল। এ সময় সিএনজি ট্যাক্সিটি লাইসেন্স নম্বরবিহীন দেখে কর্তব্যরত সার্জেন্ট সুব্রত ও এটিএসআই শাহাবুদ্দীন থামানোর সংকেত দেন। চালক না থামিয়ে দ্রুতগতিতে ট্রাফিক সিগন্যাল না মেনে পালিয়ে যায়। একপর্যায়ে এটিএসআই শাহাবুদ্দীন মোটরসাইকেল নিয়ে পেছন পেছন ধাওয়া করে পর্যটন এলাকার কলাতলী রোডের হোটেল লং বিচের সামনে থেকে গাড়িটি আটক করে। চালককে কলাতলী ট্রাফিক পুলিশ বক্সের সামনে নিয়ে যাওয়ার পর সিএনজি তল্লাশি করলে ৬ বস্তা চোলাই মদ পাওয়া যায়। পরে উদ্ধারকৃত মদ,  সিএনজি ও আটক ব্যক্তিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন,মদসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।