২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ ১৫ মামলার পলাতক ‘ডাকাত’ গ্রেপ্তার

কক্সবাজারarrest-armes-coxs-pic সদরে অস্ত্র ও গুলিসহ ১৫ মামলার পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ছৈয়দ হোসেন প্রকাশ মাটি (২৮) কক্সবাজার সদরের খুরুশকূল ইউনিয়নের ডেইল পাড়ার মকতুল হোসেনের ছেলে।
ছৈয়দ হোসেন ‘মাটি বাহিনী’ নামের একটি সংঘবদ্ধ ডাকাতদলের বাহিনী প্রধান। অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরী একটি কাটা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সোমবার দিবাগত গভীর রাতে ছৈয়দ হোসেনকে চট্টগ্রাম শহরে বাকলিয়া থানার চাকতাই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার স্বীকারোক্তি মতে মঙ্গলবার দুপুরে খুরুশকূলের ডেইল পাড়ার বাড়ীতে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। এসময় তল্লাশী করে বাড়ীর আলমিরার ভিতর থেকে একটি দেশীয় তৈরী বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বখতিয়ার বলেন, গত শুক্রবার ভোর রাতে খুরুশকূলে ডাকাতির প্রস্তুতিকালে চিহ্নিত ডাকাতদলের প্রধান ছৈয়দ হোসেন ওরফে মাটির আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৫ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এসময় বাহিনী প্রধান মাটি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এরপর থেকে পুলিশ ছৈয়দ হোসেনকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। সোমবার রাতে তিনি চট্টগ্রাম শহরের চাকতাই এলাকায় অবস্থান করছে খবরে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ছৈয়দ হোসেনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ৮ টি ডাকাতি, ৪ টি অস্ত্র ও ৩ টি অন্য ধারায় মামলা রয়েছে। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।