২৬ মার্চ, ২০২৩ | ১২ চৈত্র, ১৪২৯ | ৩ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর   ●  খুটাখালী ইউনিয়ন আ.লীগের ইফতার মাহফিল, আলোচনা সভায় এমপি জাফর   ●  বঙ্গবন্ধুর পর শেখ হাসিনাই ইসলামের প্রচার-প্রসারে গুরুদায়িত্ব পালন করছেন   ●  বাঁকখালী নদী দখল ও দূষণমুক্ত করতে কউক ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বরাবরে বাপার স্মারকলিপি

কক্সবাজারে অনলাইন রিপোর্টার্স এসোসিয়েশনের যাত্রা শুরু

Online Reporters Asso.
সংবাদকর্মীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও অনলাইন সাংবাদিকতার উৎকর্ষতার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘অনলাইন রিপোর্টার্স এসোসিয়েশন অব কক্সবাজার (ওরাক)’। সংগঠনটির সাংগঠনিক কাঠামো ও কার্যনির্বাহী কমিটি গঠনে এক সভা মঙ্গলবার সন্ধ্যায় শহরের অভিজাত এক হোটেলে আয়োজন করা হয়। ওই সভায় কক্সবাজারের প্রথম অনলাইন সাংবাদিক আনছার হোসেন সভাপতিত্ব করেন। সভায় জাতীয় অনলাইন নিউজ পেপার রিয়েল-টাইম নিউজ নেটওয়ার্কের (আরটিএনএন) কক্সবাজার প্রতিনিধি ও দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক আনছার হোসেনকে সভাপতি, কক্সবাজার টাইমস ডটনেটের নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদকে সাধারণ সম্পাদক এবং এজাহিকাপ টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি ও ‘কক্সবাজার সাংবাদিক কোষ’র লেখক আজাদ মনসুরকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ওই সভায় সাংবাদিকতা ও সংগঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত সকলের পরামর্শ ও সম্মতিক্রমে আগামি ১ বছর মেয়াদের জন্য ‘অনলাইন রিপোর্টার্স এসোসিয়েশন অব কক্সবাজার (ওরাক)’ এর এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, উপদেষ্টা ও নির্বাহী সদস্য নুরুল ইসলাম হেলালী, সভাপতি আনছার হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাসানুর রশীদ, সহ-সভাপতি সরওয়ার আলম ও মোস্তফা সরওয়ার, সাধারণ সম্পাদক ইসলাম মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজাদ মনসুর, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন হেলালী, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মানিক, অর্থ ও গবেষণা সম্পাদক এএইচ সেলিম উল্লাহ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ নয়ন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ বিন আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক শাহেদ ইমরান মিজান, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান মিনার, আইসিটি সম্পাদক মহিউদ্দীন মাহী এবং নির্বাহী সদস্য যথাক্রমে মোহাম্মদ হাশিম, গোলাম আজম খান, কাইসারুল ইসলাম ও আব্দুল্লাহ আল ইমরান।
সংগঠনটির নতুন সভাপতি আনছার হোসেন জানিয়েছেন, সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ২০১৪ সালের পহেলা মে সংগঠনটির ভিত্তি গড়ে তুলেছিলেন ৫ অনলাইন সাংবাদিক। এবার ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।
তিনি জানান, এই সংগঠন শুধুই সাংবাদিকতা বিষয়ক সংগঠন হবে না। এই সংগঠন তার সদস্যদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত দক্ষতা এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে কাজ করবে। এই সংগঠনের সদস্যরা ও তাদের পোষ্যরা ভবিষ্যতে যাতে আর্থিক নিরাপত্তা পান সেই বিষয়ে কাজ করে যাওয়ার অঙ্গিকার করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।