২৪ জুলাই, ২০২৪ | ৯ শ্রাবণ, ১৪৩১ | ১৭ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের পেকুয়ার মগনামা ঘাট থেকে ২০ মালয়েশিয়াগামী আটক : ট্রলার জব্ধ

mal
কক্সবাজারের উপকূলীয় পেকুয়ার মগনামা ঘাট থেকে ২০ মালয়েশিয়াগামীসহ একটি ফিশিং ট্রলার আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১০মার্চ) ভোর ৫ টার দিকে পেকুয়ার মগনামা পশ্চিমকূল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, সাহেদ, আল আমীন, রহমত আলী, নায়েব আলী, উমেদ মোল্লা, আল-আমিন মিয়া, জয়নাল, মুন্নাফ ভান্ডারী, আনোয়ার হোসেন, মোন্নাফ, পিরু, মো.কাদু, জাহেদুল গাজী, সিরাজুল মোডল, আবু বক্কর, শ্যামল, তৌছিকুর রহমান, কমরুল ইসলাম ও হাফেজুর রহমান। এদের সবার বাড়ি চুয়াডাঙ্গা, পাবনা, সাতক্ষীরা, নরসিংদীসহ বিভিন্ন জেলায়।
আটক কয়েক’জন মালয়েশিয়াগামী জানান, দালালেরা তাদের কাছ থেকে জনপ্রতি ৩০ হাজার টাকা নিয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রামের মাঝির ঘাট এলাকা থেকে তাদের একটি ফিশিং ট্রলারে তুলে সাগরে পথে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। তাদের ট্রলারটি মগনামা ঘাট পার হতেই কোস্টগার্ড তাদের ধাওয়া করে আটক করে।
কোস্টগার্ড এর কুতুবদিয়া ষ্টেশন কর্মকর্তা মো. মোক্তার হোসেন জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে কুতুবদিয়া চ্যানেলের মগনামা পশ্চিককুল এলাকা দিয়ে একটি ফিশিং ট্রলারে করে অবৈধ উপায়ে কিছু লোক মালয়েশিয়া যাত্রা করছে এমন সংবাদে অভিযান চালানো হয়। এসময় ২০জনকে যাত্রীকে আটক করা হয়েছে। তবে ওই ট্রলারে থাকা কয়েকজন দালাল পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে।
পেকুয়া থানার ওসি রকিবুল ইসলাম জানান, কোস্ট গার্ড মগনামায় টলার সহ ২০জনকে আটক করেছে বলে শুনেছি। তাদেরকে থানায় নিয়ে আসতে পুলিশ পাঠানো হয়েছে।
কক্সবাজারের পেকুয়ার মগনামা ঘাট থেকে ২০ মালয়েশিয়াগামী আটক : ট্রলার জব্ধ
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উপকূলীয় পেকুয়ার মগনামা ঘাট থেকে ২০ মালয়েশিয়াগামীসহ একটি ফিশিং ট্রলার আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১০মার্চ) ভোর ৫ টার দিকে পেকুয়ার মগনামা পশ্চিমকূল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, সাহেদ, আল আমীন, রহমত আলী, নায়েব আলী, উমেদ মোল্লা, আল-আমিন মিয়া, জয়নাল, মুন্নাফ ভান্ডারী, আনোয়ার হোসেন, মোন্নাফ, পিরু, মো.কাদু, জাহেদুল গাজী, সিরাজুল মোডল, আবু বক্কর, শ্যামল, তৌছিকুর রহমান, কমরুল ইসলাম ও হাফেজুর রহমান। এদের সবার বাড়ি চুয়াডাঙ্গা, পাবনা, সাতক্ষীরা, নরসিংদীসহ বিভিন্ন জেলায়।
আটক কয়েক’জন মালয়েশিয়াগামী জানান, দালালেরা তাদের কাছ থেকে জনপ্রতি ৩০ হাজার টাকা নিয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রামের মাঝির ঘাট এলাকা থেকে তাদের একটি ফিশিং ট্রলারে তুলে সাগরে পথে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। তাদের ট্রলারটি মগনামা ঘাট পার হতেই কোস্টগার্ড তাদের ধাওয়া করে আটক করে।
কোস্টগার্ড এর কুতুবদিয়া ষ্টেশন কর্মকর্তা মো. মোক্তার হোসেন জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে কুতুবদিয়া চ্যানেলের মগনামা পশ্চিককুল এলাকা দিয়ে একটি ফিশিং ট্রলারে করে অবৈধ উপায়ে কিছু লোক মালয়েশিয়া যাত্রা করছে এমন সংবাদে অভিযান চালানো হয়। এসময় ২০জনকে যাত্রীকে আটক করা হয়েছে। তবে ওই ট্রলারে থাকা কয়েকজন দালাল পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে।
পেকুয়া থানার ওসি রকিবুল ইসলাম জানান, কোস্ট গার্ড মগনামায় টলার সহ ২০জনকে আটক করেছে বলে শুনেছি। তাদেরকে থানায় নিয়ে আসতে পুলিশ পাঠানো হয়েছে।

ফাইল ছবি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।