১২ অক্টোবর, ২০২৪ | ২৭ আশ্বিন, ১৪৩১ | ৮ রবিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজারের রিসোর্টের কক্ষ থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার   ●  পেকুয়ায় অপহৃত শিক্ষকের বস্তাবন্দি লাশ মিললো পুকুরে   ●  কক্সবাজারে সাবেক হুইপ কমল, আ.লীগ সম্পাদক মুজিবসহ ৪০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা   ●  পর্যটকদের ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল ওরা ৬ জন, র‌্যাবের অভিযানে ভন্ডুল    ●  পেকুয়ায় পরিবারের ১০ সদস্যকে নিয়ে শহীদ মিনারে অনশন উন্নয়ন কর্মীর   ●  তুলে নিয়ে যাওয়া সব ট্রলার ও জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী   ●  একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি দেশের প্রশ্নে কখনো আপোষ করেননি’   ●  মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন   ●  ছাত্র সমন্বয়ক’ পরিচয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি, জনতার হাতে ধরা এক যুবক: মামলা   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য ‘ডাকাত আলাউদ্দিন’ গ্রেফতার

কক্সবাজারের উন্নয়নের মহাকর্মযজ্ঞ সাংবাদিকদের লেখনির মাধ্যমে তুলে ধরতে হবে : প্রধান তথ্য কর্মকর্তা

সংবাদ বিজ্ঞপ্তিঃ প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বলেছেন, ‘কক্সবাজারের পর্যটন উন্নয়নে বর্তমান সরকার মহাকর্মযজ্ঞ হাতে নিয়েছে। ইতিসধ্যে বড় বড় মেঘা প্রকল্পগুলোর কাজ শুরু হয়েছে। এ কারণে কক্সবাজার সাংবাদিকদেরও সংবাদের ক্ষেত্র তৈরী হয়েছে। মুলত: সাংবাদিকরাই সেই ক্ষেত্রকে কাজে লাগিয়ে উন্নয়নের মহাকর্মযজ্ঞ লেখনির মাধ্যমে তুলে ধরতে পারেন। বিশেষ করে আমাদের বঙ্গোপসাগরের সীমানা পরিধি এখন অনেক গুন বেড়ে গেছে। সেই বিষয়টিও নানাভাবে তুলে ধরা দরকার। এছাড়াও কক্সবাজারে রয়েছে রোহিঙ্গা সমস্যা। এই রোহিঙ্গা সংকট মোকাবেলায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আশা করি ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে’।

বুধবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও সাবেক কোষাধক্ষ্য খাইরুজ্জামান কামাল।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএফইউজে’র নির্বাহী সদস্য এডভোকেট আয়াছুর রহমান, কক্সবাজার ভয়েস ডট কমের সম্পাদক বিশ^জিত সেন ও প্রথম আলোর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস রানা ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল। উক্ত মতবিনিময় সভায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য সহ জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।