২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১১ আশ্বিন, ১৪৩০ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক, মাইক্রোবাস জব্দ   ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম   ●  রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট-প্রকল্প মিয়ানমার-চীনের শুভঙ্করীর ফাঁকি!   ●  কক্সবাজারে ‘জয় কারাতে একাডেমী’ ‘অদ্রিতা পালদের বেড়েছে আত্মবিশ্বাস ও শক্তি’   ●  রামুতে বনবিভাগের অভিযানে পানির পাম্প জব্দ   ●  সীমান্তে গরু চোরাকারবারীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে-ডিসি মুহম্মদ শাহীন ইমরান

ওসি প্রদীপের প্রসংশনীয় ভুমিকায় পাল্টে যাচ্ছে টেকনাফ পৌর শহর

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ:: বাংলাদেশে সর্ব দক্ষিনে অবস্থিত পর্যটন নগরী টেকনাফ পৌর শহর। প্রতি বছর শীত মৌসুমে প্রাকৃতিক দৃর্শ্যেঘেরা পর্যটক খ্যত এই শহরটি দেখার জন্য দেশী-বিদেশী হাজার হাজার পর্যটকের আগমন ঘটে। এদিকে প্রতি বছরের ন্যায় পর্যটকদের আকৃষ্ট করার জন্য, টেকনাফ পৌর শহরকে নবরুপে এবং নতুন সাজে সজ্জিত করার এক মহতি উদ্যােগ হাতে নিয়েছে টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাস।

সেই সুত্র ধরে গত কয়েক দিন ধরে অত্র পৌর শহরকে সৌন্দর্য্য বর্ধনে রুপান্তরিত করার জন্য  রাস্তার দুই পাশে,মার্কেট ও দোকানের সামনে হরেক রকমের গাছের টপ দিয়ে পর্যটকের আকৃষ্ট করে তুলেছে।

(ওসি) প্রদীপের প্রসংশনীয় এই উদ্দ্যােগকে অত্র এলাকার বিভিন্ন শ্রেনী পেষার মানুষ,ব্যবসায়ী ও আগত পর্যটকরা সাধুবাদ জানিয়েছেন।

এদিকে ১৯ ডিসেম্বর টেকনাফ পৌরসভা অলিয়াবাদ শাপলা চত্বর ও জিরো পয়েন্ট মোড়টিকে নতুন রুপে সাজানোর জন্য উন্নয়নের কাজ শুরু করার প্রক্রিয়া গ্রহন করেছে। পাশাপাশি রাস্তার দুই পাশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান, দেয়ালে,গাছে ঝুলানো থাকা পুরনো বেনার গুলো নামিয়ে নিয়েছেন। এব্যাপারে স্থানীয় ব্যবসায়ী ও পথচারিরা অভিমত প্রকাশ করে বলেন (ওসি) প্রদীপের এই মহতি কাজের উর্দ্যোগটি সঠিক ভাবে বাস্তবায়ন হলে পর্যটন খ্যত টেকনাফ পৌর শহর দেশ-বিদেশ থেকে আসা আগত পর্যটকদের আকৃষ্ট করে তুলবে। তবে এই সৌন্দর্য্যকে ধরে রাখার জন্য পৌর শহরের ভিতরে ক্ষত-বিক্ষত সড়ক গুলো সংস্কার করা হলে সারা বিশ্বে টেকনাফ পৌরসভা আধুনিক এবং আকর্ষনীয় পৌরসভা হিসাবে পরিচিতি লাভ করবে।

ওসি প্রদীপের মহতি উর্দ্যোগ দেখে পৌর এলাকার বিভিন্ন শ্রেনী পেষার মানুষের মুখে দেখা দিয়েছে খুশি আর আনন্দ। ওসি প্রদীপ পৌরসভার অন্তর্গত বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানের দোকানী ভাইদের ডেকে বলেছেন পর্যটকদের আকৃষ্ট করার জন্য প্রতিটি দোকানের সামনে একটি করে গাছের টপ বসান। তিনি বলেন গাছের টপ বসানোর জন্য যাদের সামর্থ্য নেই তাদেরকে টপ বসানোর টাকা নিজ তহবিল থেকে ব্যবস্থা করে দিবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।