২২ অক্টোবর, ২০২৪ | ৬ কার্তিক, ১৪৩১ | ১৮ রবিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ায় পাহাড় ধ্বসে যুবকের মৃত্যু   ●  আকাশে উড়লো ফানুস, বাঁকখালী নদীতে ভাসলো ‘কল্প জাহাজ’   ●  সম্পত্তির লোভে চাচার ষড়যন্ত্রে ভাতিজা অপহরণ, তিনদিন পর উদ্ধার   ●  টেকনাফে ছাত্রদল নেতা ইয়াবাসহ আটক!   ●  ৫দিনের রিমান্ডে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর   ●  সেন্টমার্টিন থেকে ফিরার পথে স্পিডবোট ডুবি, নিখোঁজ ১   ●  ‘অনলাইন বাস টার্মিনাল’ সেবার সঙ্গে কমেছে যানজট; তিনদিনে অনলাইন সেবা পেল পর্যটকবাহী ৯০ বাস    ●  কক্সবাজারে প্রতিমা বিসর্জন দিতে যাওয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার   ●  কক্সবাজারে ৩ দিনে পুলিশের অনলাইন সেবা নিলো ৯০ ট্যুরিস্ট বাস   ●  কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও ভেসে এল মরা পরপইস

‘এ সরকারের দেশ চালানোর নৈতিক অধিকার নেই’

‘এ সরকারের দেশ চালানোর নৈতিক অধিকার নেই’

জবাবদিহিতাহীন এ সরকারের দেশ চালানোর নৈতিক অধিকার নেই। কারসাজির মাধ্যমে ক্ষমতা চিরস্থায়ী করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এই সরকার। এ সব কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

দেশের বর্তমান পরিস্থিতি এবং ২০ দলীয় জোটের অবস্থান তুলে ধরে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন এ কথা বলেন। শুক্রবার বিকেল ৪টা ৪৭ মিনিটে খালেদা জিয়া সংবাদ সম্মেলনে বক্তব্য শুরু করেন।

সম্মেলনে উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, উপদেষ্টা এম এ কাইয়ুম, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

সর্বশেষ ১৯ জানুয়ারি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর এই প্রথম গণমাধ্যমের সামনে এলেন তিনি।

এদিকে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। গুলশানের ৮৬ নম্বর রোডের উত্তর ও দক্ষিণ পাশে শুক্রবার দুপুর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কার্যালয়ের প্রধান ফটকের সামনে অন্যদিনের মতো পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্যরাও রয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।