৭ সেপ্টেম্বর, ২০২৪ | ২৩ ভাদ্র, ১৪৩১ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু    ●  ধান চাষ করে নৌকায় চড়া উখিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা   ●  পরিবহন সমিতির নামে বদি শ্যালকের কোটি টাকা লুটপাট   ●  ‘আমি কোন গাড়িতে উঠেছিলাম সেটা আমি নিজেও জানতাম না’ -সালাহউদ্দিন আহমদ   ●  চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু   ●  ‘গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা’   ●  “পালংখালী ইউনিয়ন  জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত    ●  পেকুয়ায় সড়কে  শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান   ●  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর মানববন্ধন ও স্মারক লিপি    ●  উখিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে ১৭ লাখ ৬০ হাজার টাকার অনুদান

এমপি জাফর আলমের আবেদনে চকরিয়া-পেকুয়ার ১৯ অসুস্থ রোগী পেল চিকিৎসা অনুদান

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের জাতীয় সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলমের ঐকান্তিক প্রচেষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তহবিল থেকে চকরিয়া-পেকুয়া উপজেলার আরো ১৯ জন অসুস্থ নারী-পুরুষকে চিকিৎসার জন্য ১৭ লাখ ৬০হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। অনুদানপ্রাপ্ত ১৯ জনের মধ্যে চকরিয়া উপজেলার ১২ জন ও পেকুয়া উপজেলায় ৭ জন।
শনিবার (১৩ জুলাই) সকালে চকরিয়া পৌরসভার পালাকাটাস্থ বাসভবনে সংসদ সদস্য আলহাজ জাফর আলম প্রধানমন্ত্রীর অনুদানে চেক অসুস্থ এসব নারী-পুরুষের হাতে তুলে দেন।

সংসদ সদস্য আলহাজ জাফর আলমের ব্যক্তিগত সহকারী (পিএস) আমিন চৌধুরী বলেন, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম এমপির আবেদন ও সুপারিশের ভিত্তিতে তাঁর নির্বাচনী এলাকা চকরিয়া-পেকুয়া উপজেলার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত চিকিৎসার ব্যয় নির্বাহে এবং অসুস্থ ১৯ জন নারী, শিশু ও পুরুষকে এ অনুদান দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা ও ভরণপোষণের জন্য তাদের এই অনুদান প্রদান করা হয়েছে।

গতকাল অনুদানের চেক বিতরণকালে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও জেলা আওয়ামীলীগের সদস্য উম্মে কুলছুম মিনু, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চকরিয়া ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বুলবুল, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বিটু মিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ভিপি রোস্তম শাহরিয়ার, চকরিয়া পৌরসভার কাউন্সিলর মুজিবুল হক মুজিব, আওয়ামীলীগ নেতা এসএম সায়েম প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।