২৫ সেপ্টেম্বর, ২০২৩ | ১০ আশ্বিন, ১৪৩০ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক, মাইক্রোবাস জব্দ   ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম   ●  রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট-প্রকল্প মিয়ানমার-চীনের শুভঙ্করীর ফাঁকি!   ●  কক্সবাজারে ‘জয় কারাতে একাডেমী’ ‘অদ্রিতা পালদের বেড়েছে আত্মবিশ্বাস ও শক্তি’   ●  রামুতে বনবিভাগের অভিযানে পানির পাম্প জব্দ   ●  সীমান্তে গরু চোরাকারবারীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে-ডিসি মুহম্মদ শাহীন ইমরান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে ১৭ লাখ ৬০ হাজার টাকার অনুদান

এমপি জাফর আলমের আবেদনে চকরিয়া-পেকুয়ার ১৯ অসুস্থ রোগী পেল চিকিৎসা অনুদান

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের জাতীয় সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলমের ঐকান্তিক প্রচেষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তহবিল থেকে চকরিয়া-পেকুয়া উপজেলার আরো ১৯ জন অসুস্থ নারী-পুরুষকে চিকিৎসার জন্য ১৭ লাখ ৬০হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। অনুদানপ্রাপ্ত ১৯ জনের মধ্যে চকরিয়া উপজেলার ১২ জন ও পেকুয়া উপজেলায় ৭ জন।
শনিবার (১৩ জুলাই) সকালে চকরিয়া পৌরসভার পালাকাটাস্থ বাসভবনে সংসদ সদস্য আলহাজ জাফর আলম প্রধানমন্ত্রীর অনুদানে চেক অসুস্থ এসব নারী-পুরুষের হাতে তুলে দেন।

সংসদ সদস্য আলহাজ জাফর আলমের ব্যক্তিগত সহকারী (পিএস) আমিন চৌধুরী বলেন, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম এমপির আবেদন ও সুপারিশের ভিত্তিতে তাঁর নির্বাচনী এলাকা চকরিয়া-পেকুয়া উপজেলার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত চিকিৎসার ব্যয় নির্বাহে এবং অসুস্থ ১৯ জন নারী, শিশু ও পুরুষকে এ অনুদান দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা ও ভরণপোষণের জন্য তাদের এই অনুদান প্রদান করা হয়েছে।

গতকাল অনুদানের চেক বিতরণকালে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও জেলা আওয়ামীলীগের সদস্য উম্মে কুলছুম মিনু, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চকরিয়া ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বুলবুল, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বিটু মিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ভিপি রোস্তম শাহরিয়ার, চকরিয়া পৌরসভার কাউন্সিলর মুজিবুল হক মুজিব, আওয়ামীলীগ নেতা এসএম সায়েম প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।