২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ৯ আশ্বিন, ১৪৩০ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম   ●  রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট-প্রকল্প মিয়ানমার-চীনের শুভঙ্করীর ফাঁকি!   ●  কক্সবাজারে ‘জয় কারাতে একাডেমী’ ‘অদ্রিতা পালদের বেড়েছে আত্মবিশ্বাস ও শক্তি’   ●  রামুতে বনবিভাগের অভিযানে পানির পাম্প জব্দ   ●  সীমান্তে গরু চোরাকারবারীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে-ডিসি মুহম্মদ শাহীন ইমরান   ●  ১১ জেলার এসপিদের নিয়ে কক্সবাজারে গুরুত্ববহ সভা করলেন ডিআইজি নুরেআলম মিনা

“একজন অভিজ্ঞ ও গুণি জেল সুপারের বদলী”

কক্সবাজার জেলা কারাগার কর্তৃক আয়োজিত কারাগারের জেল সুপার বজলুর রশীদ আখন্দের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় মনোমুগ্ধকর অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার রীতেশ চাকমার সভাপতিত্বে উক্ত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন। বিশেষ অতিথি হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমেন মন্ডল,সিনিয়র সাংবাদিক রাসেল চৌধুরী উপস্থিত ছিলেন। উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন বলেন,বিগত ১ বছর যাবত কক্সবাজার জেলায় চাকরির সুবাধে বিদায়ী জেল সুপার বজলুর রশীদ আখন্দকে খুব কাছ থেকে দেখেছি।
একজন কর্মকর্তার মাঝে যে মানব সম্পদ উন্নয়ন,কাঠামো ও অবকাঠামোগত উন্নয়নের গতিকে বাস্তবায়ন ও সৃজনশীলতা থাকা উচিত, এসব গুণাবলি ওনার মধ্যে বিদ্যমান ছিলো।কারাঅভ্যন্তরীন এবং বাইরে তিনি যে সকল কর্মকান্ড বাস্তবায়ন করেছেন,,,,,,,তা কারাগারে কর্মরত এবং আগত কর্মীরা গভীরভাবে স্মরণ করবেন।তিনি আরো বলেন,সরকারী বদলী একটি নিয়মতান্ত্রিক উপায়ে সংগঠিত হয়।সরকারী কর্মকর্তা এবং কর্মীদের এক স্টেশন থেকে অন্য স্টেশনে বদলী হওয়া স্বাভাবিক ব্যাপার।তিনি যে স্টেশনে যাবেন আশা করছি, তিনি তাঁর সৃজনশীল কার্যক্রমের ধারা অব্যাহত রাখবেন।
বিদায়ী জেল সুপার বজলুর রশীদ আখন্দ বলেন,দীর্ঘ সাড়ে ৩ বছর যাবত কক্সবাজার কারাগারে কর্মরত ছিলাম। নিজের সর্বোচ্চটুকু দিয়ে কারাভ্যন্তর এবং বাহিরে উন্নয়নের গতিতে তরান্বিত করে বাস্তবায়ন করেছি।দেশের স্বার্থে কারাগারে শৃঙ্খলা ফেরাতে অনেক সময় কোন কারারক্ষীর মনক্ষুন্ন করলে তিনি উপস্থিত সকল কারা কর্মীদের প্রতি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।তিনি আরো বলেন,কক্সবাজার কারাগারে দীর্ঘ সাড়ে ৩ বছর যাবত প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলাম। চেষ্টা করেছি,কারাগারকে মডেল কারাগারে রুপান্তরে।বাকি চাকরী জীবন যাতে সফলতা ও সুনামের সাথে সম্পদান করতে পারি, সেজন্য উপস্থিত সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।
সমাপনী বক্তৃতায় অনুষ্ঠানের সভাপতি রীতেশ চাকমা বলেন,দীর্ঘ ৯ মাস যাবত স্যারের সাথে চাকরির সুযোগ হয়েছে। স্যার অভিজ্ঞ ও বহুগুণে গুণান্বিত একজন মানুষ। স্যারের বিদায় মেনে নেওয়া যায় না।তবুও সরকারী চাকরির নিয়ম নীতিকে প্রাধান্য দিতে গিয়ে আজ তিনি দিনাজপুর জেলা কারাগারে যোগদান করবেন।তিনি স্যারের জন্য উপস্থিত সকল কারাকর্মী এবং আগত মেহমানদের কাছে দোয়াকামনা ও ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।