১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৩১ ভাদ্র, ১৪৩১ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৬


উমিদিয়া জামেয়া ইসলামিয়ার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ পর্যটন নগরী কক্সবাজার শহরের ৩ নং ওয়ার্ডের কুলসুম নগরে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান উমিদিয়া জামেয়া ইসলামিয়ার বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
একই সঙ্গে নুরানী শিক্ষাবোর্ডের পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়। পুরস্কৃত করা হয় প্রতি শ্রেণীর প্রথম তিনজন শিক্ষার্থীকে।
সোমবার (৯ মার্চ) মাদরাসা মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ও মোতাওয়াল্লী এবং অ্যাডভোকেট ফিরোজ আহমদ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আলী হাচ্ছান চৌধুরী।
মাদ্রাসার শিক্ষা পরিচালক ক্বারি আতাউল্লাহ গনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন -নুরপাড়ার প্রবীন মুরব্বি সমাজসেবক আলহাজ্ব ডাঃ মোহাম্মদ আমিন, কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর, সমাজসেবক নুরুল হক নূর, অভিভাবক আবদুল হাকিম মাসুম, শ্রমিক নেতা শাহাব উদ্দিন।
একই দিন মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় চতুর্থ বার্ষিক সভা।
এতে দেশবরেণ্য আলেমেদ্বীন ও আলোচকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।