১৬ নভেম্বর, ২০২৫ | ১ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!

উপজেলা নির্বাচনে আসছে তরুণ প্রার্থীদের চমক

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই হবে উপজেলা পরিষদ নির্বাচন। জাতীয় নির্বাচন চলাকালীন সময়ে বা তার পরপরই ঘোষণা করা হবে উপজেলা পরিষদের তফসিল। উপজেলা পরিষদ নির্বাচনের জন্য জেলার অধিকাংশ উপজেলায় ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে তরুন রাজনীতিবিদরা। তরুনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার খবরে উচ্ছসিত জেলা অধিকাংশ উপজেলার সর্বস্তরের জনগন। সাধারন ভোটারের আশা তরুন নেতৃত্ব আসলে এলাকার উন্নয়নের গতি অনেক বেড়ে যাবে।
কক্সবাজার জেলায় বিভিন্ন উপজেলায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তরুন ও গ্রহনযোগ্য প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এদের মধ্যেই অনেকেই বর্তমানে বিভিন্ন ভাবে মাঠে কাজ শুরু করেছেন। এখনো পর্যন্ত কক্সবাজারে উপজেলা নির্বাচনে যেইসব তরুন প্রার্থীদের মাঠে দেখাযাচ্ছে তারা হলেন কক্সবাজার সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি একেএম মোজাম্মেল হকের কনিষ্ঠ পুত্র ও জেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক কায়ছারুল হক জুয়েল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন জিকু, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন তানিম, জামায়াত নেতা আমিনুল ইসলাম হাসান।
রামু উপজেলা পরিষদে তরুন বিএনপি নেতা মেরাজ আহম্মেদ মাহিন চৌধুরী, রামু উপজেলা যুবলীগ নেতা নিতিশ বড়ুয়া। উখিয়া উপজেলা থেকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরীর জ্যোষ্ঠ পুত্র আওয়ামীলীগ নেতা ইমরুল কায়েস চৌধুরী, উখিয়া-টেকনাফে বিএনপির সাবেক সংসদ সদস্য শাহাজাহান চৌধুরীর পুত্র তারেক মাহমুদ চৌধুরী রাজিব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহম্মদ।
টেকনাফ থেকে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর পুত্র মাহবুব মোরশেদ, টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম, বিএনপি নেতা জিয়াউর রহমান।
চকরিয়া থেকে জেলা পরিষদের সদস্য জাহিদুল ইসলাম লিটু, জামায়াত নেতা আবদুল্লাহ আল ফারুক।
পেকুয়া উপজেলা থেকে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, পেকুয়া ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন।
মহেশখালী থেকে কালামারছড়ার সাবেক চেয়ারম্যান ওসমান গনীর প্রথম পুত্র এডঃ নোমান শরিফ, জেলা ছাত্রলীগ নেতা আসাদুল্লাহ সায়েম, যুবলীগের সভাপতি সাজেদুল করিম।
সাধারন ভোটাররা মনে করেন, তরুন এই প্রার্থীদের সকলেই বয়সে তরুন এবং এলাকায় তাদের রাজনৈতিক সুপরিচিতি রয়েছে। তরুন এই প্রার্থীদের সততা ও ব্যাক্তিত্ব নিয়েও সাধারন মানুষ খুবই সন্তুষ্ট। তরুন প্রার্থীদের অধিকাংশই ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তাই সাধারন মানুষের আস্থাও এই তরুনদের উপরে অনেক বেশি। উপজেলা নির্বাচনে এই তরুন প্রার্থীরা দলিয় মনোনয়ন পেলে তাদের জয়ের সহজ হবে বলে মনেকরেন সাধারন ভোটাররা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।