৩১ মার্চ, ২০২৩ | ১৭ চৈত্র, ১৪২৯ | ৮ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  মহেশখালীতে উচ্ছেদ অভিযানে অবৈধ পাকা স্থাপনা ধ্বংস করলো বনবিভাগ; ৫০ একর বনভূমি দখলমুক্ত   ●  সাগরে ১০টি বস্তায় মিলল ৭ লাখ ইয়াবা   ●  উখিয়ায় কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪   ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর

জনসভা সফল হওয়ায় জেলা আওয়ামীলীগের দোয়া মাহফিল ও শোকরানা সভায় বক্তারা

উন্নয়নের গতি সচল রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নাই

প্রেস বিজ্ঞপ্তি:

মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার কক্সবাজার আগমন সফল হওয়া দোয়া মাহফিল ও শোকরানা সভা করেছে কক্সবাজার জেলা আওয়ামীলীগ।
গতকাল সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও শোকরানা সভায়  সভাপতিত্ব কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
দোয়া মাহফিল ও শোকরানা সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেন, শেখ হাসিনা প্রতি মানুষের ভালবাসা একটুও কমেনি। বরং বেড়েছে বহুগুণ। তার প্রমাণ কক্সবাজারের বিশাল জনসমুদ্র।
লক্ষ লক্ষ মানুষ জননেত্রী শেখ হাসিনার প্রতি যে ভালবাসা দেখিয়ে তা কল্পনাতীত। তাকে এক নজর দেখার জন্য সকাল থেকে সূর্য ডোবার আগপর্যন্ত মানুষ সমাবেশস্থলে ঠাঁই দাঁড়িয়েছিল। সাগর পাড়ি দিয়ে, পায়ে হেটে দুরদুরান্ত থেকে মানুষ যেভাবে প্রধানমন্ত্রীর জনসভায় ছুটে এসেছে, তাতে  প্রমাণ হয়, গ্রাম গঞ্জের মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।
মেয়র মুজিবুর রহমান বলেন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত, স্বনির্ভর, উন্নত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। কক্সবাজারসহ সারাদেশের উন্নয়নের চাকা সচল রাখতে ্ শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় দেশবাসী। এ কারণেই শেখ হাসিনার প্রত্যেকটি জনসভা জনসমুদ্রে পরিণত হয়। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে নেতাকর্মীদের এখন থেকে প্রস্তুতি নেওয়ার আহবান জানান মুজিবুর রহমান।
সভাপতির বক্তব্যে ফরিদুল ইসলাম চৌধুরী শেখ হাসিনার জনসভা সফল করায় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
দোয়া মাহফিল ও শোকরানা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহ আলম চৌধুরী রাজা, এম, আজিজুর রহমান, এড, বদিউল আলম শিকদার, রেজাউল করিম, আশেক উল্লাহ রফিক এমপি, মাহবুবুল হক মুকুল, এড, রণজিৎ দাশ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, নাজনীন সরওয়ার কাবেরী, এড, আব্বাস উদ্দিন, এসএম কামাল, ইউনুস বাঙ্গালি, ডা: মাহবুবুর রহমান, হেলাল উদ্দিন কবির, ইন্জিনিয়ার বদিউল আলম, এড তাপস রক্ষিত, কাজী মোস্তাক আহমদ শামীম, নুসরাত জাহান মুন্নী, ড. নুরুল আবছার, এম এ মনজুর, এটিএম জিয়া উদ্দিন জিয়া, আমিনুর রশিদ দুলাল, বদরুল হাসান মিল্কি, শহর আওয়ামীলীগ সভাপতি নজিবুল ইসলাম, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশর, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড, রেজাউর রহমান,  ঈদগাহ উপজেলা আওয়ামীলীগ নেতা মুহিদ উল্লাহ, উখিয়া উপজেলা  আওয়ামীলীগ নেতা রাসেল চৌধুরী প্রমূখ নেতৃবৃন্দ।
শেষে দোয়া মাহফিল ও শোকরানা মোনাজাত পরিচালনা করেন মৌলভী নুরুল আলম সরকার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।