৯ ডিসেম্বর, ২০২৩ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত   ●  আরসা প্রধান আতাউল্লাহসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   ●  কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক   ●  হলফনামা বিশ্লেষণ: ৫ বছরে এমপি আশেকের সম্পদ বেড়েছে ২ কোটি টাকার কাছা-কাছি   ●  ২১ দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এল পন্যবাহি চারটি ট্রলার   ●  মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা   ●  ভ্রাতৃঘাতি দেশপ্রেমহীন রোহিঙ্গা আরসা-আরএসও প্রসঙ্গে; এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর   ●  কক্সবাজারে রেল : শুরুতেই ইজিবাইক চালকদের দৌরাত্ম্য ২০ টাকা ভাড়া রাতা-রাতি ৫০ টাকা!   ●  মাদক কারবারিদের হুমকির আতঙ্কে ইউপি সদস্য কামালের সংবাদ সম্মেলন   ●  সালাহউদ্দিন সিআইপি ও এমপি জাফরকে আদালতে তলব

উখিয়া বিএনপি’র গণস্বাক্ষর অভিযান শুরু

UKHIYA PIC 30.03.2015(3)
সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবীতে উখিয়ায় গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলা বিএনপি’র কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিন উদ্বোধনী স্বাক্ষরের মাধ্যমে গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও হলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সালাম সিকদার, রাজাপালং উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মহি উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, রাজাপালং দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি  সিরাজুল হক ডালিম, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক মানিক প্রমুখ। গণস্বাক্ষর অভিযান উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান চৌধুরী বলেন, ২০ দলীয় জোটের লাগাতার হরতাল অবরোধে এসরকার বিপর্যস্ত হয়ে গণগ্রেপ্তার, খুন, গুম ও নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তারের নামে হয়রানি করছে। তিনি আরো বলেন, গণস্বাক্ষর অভিযানের মধ্যমে ২০ দলীয় জোট প্রমাণ করবে সালাহ উদ্দিন আহমদ একজন দেশের শীর্ষ জনপ্রিয় নেতা। তাই তাকে অবিলম্বে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।