৬ ডিসেম্বর, ২০২৪ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩ জমাদিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  চকরিয়ায় বনের জমিতে বিএনপি নেতাদের পশুর হাট   ●  গলায় ওড়না পেঁচিয়ে উখিয়া ডিগ্রি কলেজের ছাত্রী’র আত্নহত্যা   ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী

উখিয়া কৃষকলীগের সম্মেলন ২৪ মার্চ

বাংলাদেশ কৃষকলীগ উখিয়া উপজেলা শাখার দীর্ঘপ্রতিক্ষীত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ মার্চ। কৃষকলীগের এ সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দীর্ঘ ৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ মার্চ। কৃষকলীগের এ সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দীর্ঘ ৫ বছর পর কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার দিনক্ষণ চূড়ান্ত হওয়ায় সস্মেলনকে সফল ও স্বার্থক করে তোলার জন্য চলছে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রস্তুতি।
উপজেলা কৃষকলীগের বর্ষীয়ান আহ্বায়ক কাজী আকতার উদ্দিন টুনুর বলিষ্ট নেতৃত্বে দীর্ঘ ৫ বছর ধরে উপজেলা কৃষকলীগের কার্যক্রম ছিল চোখে পড়ার মত। কেন্দ্রীয় যেকোন কর্মসূচীর আলোকে কৃষকলীগের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গেলেও একটি পূর্ণাঙ্গ কমিটির অভাব জনিত কারণে নেতাকর্মীরা ছিল অস্বস্তিতে। আগামীকালের সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যে পোষ্টার ব্যানারে ছেঁয়ে গেছে উখিয়ার গুরুত্বপূর্ণ জনপদ।
উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটিসূত্রে জানা গেছে, ২৪ মার্চ মঙ্গলবার বিকাল ২ টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কক্সবাজার জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব রশিদ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. একে আহমদ হোছাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উখিয়া উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী , সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চকিরয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, কক্সবাজার জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন,
ত্রি-বার্ষিক সম্মেলনের সভাপতিত্ব করবেন উখিয়া উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কাজী আকতার উদ্দিন টুনু। সম্মেলনকে কেন্দ্র করে উখিয়ায় সাজ সাজ রব পড়েছে। জানতে চাওয়া হলে উপজেলা কৃষকলীগের সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থী তাসহিদ চৌধুরী ছোটন ও সাংবাদিক মোসলেহ উদ্দিন জানান, ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।