২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ৯ আশ্বিন, ১৪৩০ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম   ●  রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট-প্রকল্প মিয়ানমার-চীনের শুভঙ্করীর ফাঁকি!   ●  কক্সবাজারে ‘জয় কারাতে একাডেমী’ ‘অদ্রিতা পালদের বেড়েছে আত্মবিশ্বাস ও শক্তি’   ●  রামুতে বনবিভাগের অভিযানে পানির পাম্প জব্দ   ●  সীমান্তে গরু চোরাকারবারীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে-ডিসি মুহম্মদ শাহীন ইমরান   ●  ১১ জেলার এসপিদের নিয়ে কক্সবাজারে গুরুত্ববহ সভা করলেন ডিআইজি নুরেআলম মিনা

উখিয়ায় বৌদ্ধ সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সংবাদদাতাঃ উখিয়ার বৌদ্ধ সম্প্রীতি ফুটবল  টুর্নামেন্টের  ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।বুধবার বিকাল চারটার দিকে উখিয়ার ঐতিহ্যবাহী পাতাবাড়ী খেলার মাঠে অনুষ্ঠিত হয়।উক্ত ফাইনাল খেলায় অংশ নেন গোলাপ ফুটবল ক্লাব বনাম চম্পা ফুটবল ক্লাব।প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের  সভাপতি  ও উপজেলা চেয়ারম্যান  অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। উদ্ধোধক ছিলেন উখিয়া  উপজেলা  নির্বাহী র্কমর্কতা মোহাম্মদ  নিকারুজ্জামান রবিন। বক্তব্য দেন উখিয়া  থানার ওসি  আবুল মনসুর, এড: অনিল বড়ুয়া, উখিয়া উপজেলা  ছাত্রলীগের  সভাপতি  মকবুল  হোসেন  মিথুন ও উখিয়ার কুতুপালং এলাকার  কৃতি সন্তান  হেলাল  উদ্দিন। এসময় উপস্থিত  ছিলেন উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন, সাংবাদিক ওবায়দুল হক চৌধুরী,  পলাশ বড়ুয়া, হাসান জামাল ও কোটবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু ছিদ্দিক । উক্ত অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন উখিয়া  মডেল  সরকারী  প্রাথমিক  বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেধু বড়ুয়া। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন আদিত্য বড়ুয়া।ফাইনাল খেলায় গোলাপ ফুটবল  ক্লাব ২-১ গোলে চম্পা ফুটবল ক্লাব কে হারিয়ে  চ্যাম্পিয়ন হন।

উক্ত  খেলায় বিপুল সংখ্যাক র্দশক উপস্থিত  ছিলেন । উল্লেখ্য যে উখিয়ার  প্রতিটি বৌদ্ধ  গ্রামের যুবকদের সমন্বয়ে আটটি দল এই টূর্নামেন্টে অংশগ্রহন  করে। গত ১২ আগষ্ট নানান আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে টুর্নামেন্টে শুরু  হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।