৬ সেপ্টেম্বর, ২০২৪ | ২২ ভাদ্র, ১৪৩১ | ২ রবিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু    ●  ধান চাষ করে নৌকায় চড়া উখিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা   ●  পরিবহন সমিতির নামে বদি শ্যালকের কোটি টাকা লুটপাট   ●  ‘আমি কোন গাড়িতে উঠেছিলাম সেটা আমি নিজেও জানতাম না’ -সালাহউদ্দিন আহমদ   ●  চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু   ●  ‘গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা’   ●  “পালংখালী ইউনিয়ন  জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত    ●  পেকুয়ায় সড়কে  শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান   ●  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর মানববন্ধন ও স্মারক লিপি    ●  উখিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা

উখিয়ায় আড়াই লক্ষাধিক মানুষের জন্য ৫১ জন পুলিশ

images
দেশের সর্বদক্ষিণে অবস্থিত উপজেলা শহর উখিয়ার আড়াই লক্ষাধিক মানুষের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে ৫১ জন পুলিশ সদস্য। সীমিত সংখ্যক এসব পুলিশ সদস্যের তুলনায় গ্রামগঞ্জ, পাড়া মহল্লায় নিয়মিত সংঘটিত বিভিন্ন ঘটনা প্রবাহের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে অনেকেই পুলিশি সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি মাদক, চোরাচালান, অপহরণ, ধর্ষণ, খুন,গুম, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন স্পর্শ কাতর ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।
থানা সূত্রে জানা গেছে, এ উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে হলদিয়া, রতœাপালং ও রাজাপালং এ ৩টি ইউনিয়ন থানার আশে পাশে হলেও অপর দুটি ইউনিয়ন পালংখালী ও জালিয়াপালং  দূর্গম  ও দীর্ঘতম এলাকা হওয়ায় পুলিশ অনেক সময় ওইসব এলাকায় যেতে পারে না। যেকারণে উল্লেখিত ইউনিয়ন দুটিতে প্রায় সময় আইন শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ ও অনৈতিক কর্মকান্ড সংঘটিত হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। এ থানা পুলিশের দ্রুত যোগাযোগ রক্ষায় একটি লক্কর ঝক্কর মার্কা গাড়ী থাকলেও তা মাসের বেশিরভাগ সময় অচল হয়ে থাকে। যে কারণে প্রাইভেট যানবাহনের উপর নির্ভর করে পুলিশকে দায়িত্বপালন করতে হচ্ছে।
সরেজমিন থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সাথে জানা যায়, থানা বাউন্ডারী এলাকায় সরকারী ভাবে কোন ধরনের বাসাবাড়ি না থাকার কারণে তাদেরকে থানার অদূরে ভাড়া বাসায় দিনযাপন করতে হচ্ছে। যে কারণে তাদের থাকা, খাওয়ার কোন ব্যবস্থা না থাকায় সরকারি দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। উখিয়া থানার উপ-পরিদর্শক গোবিন্দ দাশ বলেন, বর্তমানে এ থানায় পুরুষ কনেস্টবল ৩০, মহিলা কনেস্টবল ৩, বেতার কনেস্টবল ১, কম্পিউটার অপারেটর ২, ড্রাইভার ২, এ এসআই ৫, এসআই ৬, ইন্সেপেক্টর ২ জন সহ ৫১ জন পুলিশ সদস্য নিয়ে চলছে এ থানার কার্যক্রম। উখিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় উখিয়া থানা পুলিশ আন্তরিক হলেও জনবল সংকটের কারণে ক্ষেত্র বিশেষে তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারছেনা। সরকার উখিয়া থানার অবকাঠামোগত উন্নয়ন করে পুলিশের ভাবমূর্তি বৃদ্ধি করলেও জনবল, যানবাহন ও বাসভবন সংকট নিয়ে পুলিশ কর্মকর্তাদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান জানান, আইন শৃঙ্খলা রক্ষায় উখিয়া থানা পুলিশ সবসময় তৎপর রয়েছে। যে কারণে এ থানায় আইন শৃঙ্খলার অবনতি হওয়ার মতো কোন ঘটনা ঘটছে না। তবে যানবাহন সমস্যা নিয়ে পুলিশকে মাঝে মধ্যে সমস্যায় পড়তে হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।