১৫ জুলাই, ২০২৫ | ৩১ আষাঢ়, ১৪৩২ | ১৯ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

উখিয়ায় অল্প সময়ে অঢেল সম্পদের মালিকদের বিরুদ্ধে কর ও দুদকে চিঠি দেওয়া হবে:ইউএনও

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী:: উখিয়া ইউএনও প্রকৌশলী মোঃ নিকারুজ্জামান চৌধুরী রবিন বলেছেন, উখিয়া উপজেলায় খুব অল্প সময়ের মধ্যে যারা অস্বাভাবিকভাবে ধন সম্পদের মালিক বনে গেছেন, গাড়ি, বাড়ি, ভূমি, দালানের মালিক হয়েছেন-তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া এসব ব্যক্তিদের বিষয়ে তালিকা করে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন ও আয়কর বিভাগে পত্র দেওয়া হবে। ইয়াবা কারবারি ও মানবপাচারকারীদের দমন করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। ইউএনও এর বক্তব্যের পর এবিষয়ে উখিয়া উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। উখিয়া উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় অংশ নেয়া একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ১৩ জানুয়ারি সকালে উখিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উখিয়া উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ নিকারুজ্জামান চৌধুরী রবিন এ তথ্য জানান।

সভায় উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল এহসান খান, উখিয়া থানার ওসি আবুল মনসুর, ভাইস চেয়ারম্যান জাহাংগীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাংগীর কবির চৌধুরী, রত্নাপাং ইউনিয়নের খাইরুল আলম চৌধুরী, পালংখালী ইউনিয়নের গফুর উদ্দিন চৌধুরী, জালিয়াপালং ইউনিয়নের নুরুল আমিন চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়নের অধ্যক্ষ শাহ আলম, উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন, সরকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।