২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ৯ আশ্বিন, ১৪৩০ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম   ●  রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট-প্রকল্প মিয়ানমার-চীনের শুভঙ্করীর ফাঁকি!   ●  কক্সবাজারে ‘জয় কারাতে একাডেমী’ ‘অদ্রিতা পালদের বেড়েছে আত্মবিশ্বাস ও শক্তি’   ●  রামুতে বনবিভাগের অভিযানে পানির পাম্প জব্দ   ●  সীমান্তে গরু চোরাকারবারীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে-ডিসি মুহম্মদ শাহীন ইমরান   ●  ১১ জেলার এসপিদের নিয়ে কক্সবাজারে গুরুত্ববহ সভা করলেন ডিআইজি নুরেআলম মিনা

উখিয়ার পালংখালিতে বন্দুকযুদ্ধে নিহত-২

বিশেষ প্রতিবেদকঃ ৬ জানুয়ারী সোমবার ভোর রাতে কক্সবাজারের উখিয়ার পালংখালী ফারিরবিল এলাকায় বিজিবি ও ইয়াবা ব্যাবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে দুই রোহিঙ্গা। নিহত দুজনই ইয়াবা ব্যবসায়ী। নিহতরা হলেন, টেকনাফ উপজেলার উনচিংপ্রাং এর ২২নং ক্যাম্পের সি-৫ ব্লকের বাসিন্দা মো: ইসমাঈল(২৮), মো: হেলাল উদ্দিন(২০)। এবং আহত হয়েছেন একজন বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থল থেকে ২০ হাজার পিচ ইয়াবা, বন্দুক ১টি, বন্দুকের কার্তুজ ২টি এবং রোহিঙ্গাদের ইউএনএইচসিআর কর্তৃক প্রদত্ত একটি আইডি কার্ড উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আলী হায়দার আজাদ আহম্মদ জানান, বিজিবি সদস্যরা মিয়ানমার থেকে কক্সবাজারের পালংখালীর ফারিরবিল দিয়ে বাংলাদেশে ইয়াবা প্রচারের গোপন খবর পেলে ফারিরবিল এলাকায় নজরদারি কঠোর করে।

আরো জানান সোমবার ভোরে ইয়াবা ব্যাবসায়ীরা প্রবেশ করলে তাদের সাথে বিজিবির এক পর্যায়ে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বিজিবি টহল দলকে লক্ষ করে এলোপাথারি গুলি বর্ষন শুরু করলে এসময় বিজিবি সদস্যরা আত্বরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা গুলিবিদ্ধ দুইজন ইয়াবা ব্যবসায়ীকে চিকিৎসার জন্য উখিয়া স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক আহত দুজনকে মৃত ঘোষনা করেন।

কক্সবাজার-৩৪ এর বিজিবি সদস্যরা এ বিষয়ে উখিয়া থানা পুলিশকে ঘটনাটি অবগত করলে তারা লাশ ২টি উখিয়া হাসাপাতাল থেকে নিয়ে ময়নাতদন্ত করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।