১২ জুলাই, ২০২৫ | ২৮ আষাঢ়, ১৪৩২ | ১৬ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

উখিয়ার পালংখালিতে বন্দুকযুদ্ধে নিহত-২

বিশেষ প্রতিবেদকঃ ৬ জানুয়ারী সোমবার ভোর রাতে কক্সবাজারের উখিয়ার পালংখালী ফারিরবিল এলাকায় বিজিবি ও ইয়াবা ব্যাবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে দুই রোহিঙ্গা। নিহত দুজনই ইয়াবা ব্যবসায়ী। নিহতরা হলেন, টেকনাফ উপজেলার উনচিংপ্রাং এর ২২নং ক্যাম্পের সি-৫ ব্লকের বাসিন্দা মো: ইসমাঈল(২৮), মো: হেলাল উদ্দিন(২০)। এবং আহত হয়েছেন একজন বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থল থেকে ২০ হাজার পিচ ইয়াবা, বন্দুক ১টি, বন্দুকের কার্তুজ ২টি এবং রোহিঙ্গাদের ইউএনএইচসিআর কর্তৃক প্রদত্ত একটি আইডি কার্ড উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আলী হায়দার আজাদ আহম্মদ জানান, বিজিবি সদস্যরা মিয়ানমার থেকে কক্সবাজারের পালংখালীর ফারিরবিল দিয়ে বাংলাদেশে ইয়াবা প্রচারের গোপন খবর পেলে ফারিরবিল এলাকায় নজরদারি কঠোর করে।

আরো জানান সোমবার ভোরে ইয়াবা ব্যাবসায়ীরা প্রবেশ করলে তাদের সাথে বিজিবির এক পর্যায়ে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বিজিবি টহল দলকে লক্ষ করে এলোপাথারি গুলি বর্ষন শুরু করলে এসময় বিজিবি সদস্যরা আত্বরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা গুলিবিদ্ধ দুইজন ইয়াবা ব্যবসায়ীকে চিকিৎসার জন্য উখিয়া স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক আহত দুজনকে মৃত ঘোষনা করেন।

কক্সবাজার-৩৪ এর বিজিবি সদস্যরা এ বিষয়ে উখিয়া থানা পুলিশকে ঘটনাটি অবগত করলে তারা লাশ ২টি উখিয়া হাসাপাতাল থেকে নিয়ে ময়নাতদন্ত করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।