৬ ডিসেম্বর, ২০২৩ | ২১ অগ্রহায়ণ, ১৪৩০ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  আরসা প্রধান আতাউল্লাহসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   ●  কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক   ●  হলফনামা বিশ্লেষণ: ৫ বছরে এমপি আশেকের সম্পদ বেড়েছে ২ কোটি টাকার কাছা-কাছি   ●  ২১ দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এল পন্যবাহি চারটি ট্রলার   ●  মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা   ●  ভ্রাতৃঘাতি দেশপ্রেমহীন রোহিঙ্গা আরসা-আরএসও প্রসঙ্গে; এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর   ●  কক্সবাজারে রেল : শুরুতেই ইজিবাইক চালকদের দৌরাত্ম্য ২০ টাকা ভাড়া রাতা-রাতি ৫০ টাকা!   ●  মাদক কারবারিদের হুমকির আতঙ্কে ইউপি সদস্য কামালের সংবাদ সম্মেলন   ●  সালাহউদ্দিন সিআইপি ও এমপি জাফরকে আদালতে তলব   ●  কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি জাফর আলম

উখিয়ার ইনানীতে চেয়ারম্যান ও মেম্বার মুখোমুখি : রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

SAMSUNG CAMERA PICTURES
উখিয়ার উপকূলীয় এলাকা ছেপটখালী সিকদার পাড়া গ্রামে একটি ব্রীজ নিমার্ণ নিয়ে চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্যের মধ্যে বিরোধের জের ধরে গতকাল বুধবার বিকেল ৪টার দিকে দু’পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নেয়। ইউপি সদস্যের দাবী চেয়ারম্যান ব্রীজ নিমার্ণ ব্যয় বরাদ্ধ থেকে দাবীকৃত ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়াতে তার নিমার্ণ কাজে বাঁধা প্রদান করছে। এব্যাপারে গতকাল বুধবার ইউপি সদস্য সুলতান আহমদ বাদী হয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, এলজিএসপি-২ এর অর্থায়নে প্রায় ২ লক্ষ টাকা ব্যয় বরাদ্ধে সিকদার পাড়া গ্রামে গত একমাস ধরে একটি ব্রীজ নিমার্ণের কাজ করে আসছিল ইউপি সদস্য। গতকাল বুধবার স্থানীয় মহিলা মেম্বার চেয়ারম্যানের নিকটতম আতœীয় জাহানারা বেগম ব্রীজ নিমার্ণের জন্য ঘটনাস্থলে গেলে এলাকাবাসী বাঁধা দেয়। এঘটনা নিয়ে উভয়পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা দেখা দেয়। স্থানীয় ওয়ার্ড আ’লীগের সভাপতি জাফরুল ইসলাম জানান, সুলতান মেম্বারের নিমার্ণাধীন কাজের উপর মহিলা মেম্বারকে ওই কাজের পুনঃনির্দেশ দেওয়াটা চেয়ারম্যানের উচিত হয়নি। এলাকার প্রবীণ ব্যক্তি মোজাফ্ফর আহমদ সিকদার জানান, চেয়ারম্যানের অযৌক্তিক নিদের্শের কারণে গ্রামে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেহেতু ওই ব্রীজ নিমার্ণ খাতে সুলতান মেম্বার লক্ষাধিক টাকা ইতিমধ্যে বিনিয়োগ করেছে। এব্যাপারে জালিয়াপালং ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।