৯ ডিসেম্বর, ২০২৪ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ৬ জমাদিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  অপহরণের ৯ ঘন্টা পর অজ্ঞান অবস্থায় উদ্ধার স্কুলছাত্র   ●  শাহপরীর দ্বীপে ‘পর্যটন স্পট’ গড়তে চায় সরকার, পরিদর্শনে পর্যটন উপদেষ্টা   ●  ইসিএ এলাকায় নির্মিত স্থাপনা সরাতে উখিয়া উপজেলা প্রশাসনের মাইকিং   ●  চকরিয়ায় বনের জমিতে বিএনপি নেতাদের পশুর হাট   ●  গলায় ওড়না পেঁচিয়ে উখিয়া ডিগ্রি কলেজের ছাত্রী’র আত্নহত্যা   ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।

উখিয়ায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাতনামা ব্যাক্তির মৃত্যু, স্বজনদের খুঁজছে পুলিশ

মুসলিম উদ্দিন :

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নিদানিয়া সুপার হ্যাচারীর উত্তর পার্শ্বে মেরিন ড্রাইভ সড়কের উপর সড়ক দূর্ঘটনায় অজ্ঞাতনামা একজন পুরুষ (ভবঘুরে পাগল) যার অনুমানিক বয়স (৩৫) এর মৃত্যু হয়েছে।

গত বুধবার (০৬ মার্চ) রাত অনুমান ৯-১০ঘটিকার দিকে অজ্ঞাতনামা কোন গাড়ির অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালাইয়া বর্ণিত (ভবঘুরে পাগল) অজ্ঞাতনামা পরিচয় ব্যক্তিটিকে ধাক্কা দিলে দূর্ঘটনা করে ঘাতক গাড়ীসহ অজ্ঞাত ড্রাইভার পালিয়ে যায় এতে আহত অজ্ঞাতনামা ব্যাক্তি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এমন সংবাদ পেয়ে উখিয়া থানাধীন ইনানী পুলিশ ফাঁড়ির এক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত ১১:১০ ঘটিকার দিকে অজ্ঞাতনামা মৃত ব্যাক্তির লাশ উদ্ধার করে। তখন লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

জানা যায়, উক্ত মৃত ব্যক্তিকে কেউ চিনিতে না পারায়, ঘটনাস্থল মেরিন ড্রাইভ সড়কের আশ-পাশের লোকজন ও দোকানদার হতে জিজ্ঞেস করলে তারা জানান যে, ভবঘুরে পাগলটি প্রায় ১৫/২০ দিন যাবত সোনারপাড়া মেরিন ড্রাইভসহ বিভিন্ন ট্যুরিস্ট স্পটে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করিত এবং ট্যুরিস্টদের ফেলা উচ্ছিষ্ট খাবার খেয়ে দিন পার করতেন।

অজ্ঞাতনামা ব্যাক্তিটি সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ায় পরবর্তীতে পালিয়ে যাওয়া অজ্ঞাত ড্রাইভারকে আসামী করে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়। যার উখিয়া থানার মামলা (এফআইআর) নং-১৬, যা জিআর নং-১৬০/২৪ইং (তারিখ-০৮ মার্চ-২৪)। নিহত অজ্ঞাতনামা (ভবঘুরে) পাগলটি মারা যাওয়ার পর থেকে মামলার তদন্তকারী কর্মকর্তাসহ থানা পুলিশ তার স্বজনদের খোঁজছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।