২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

উখিয়ায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাতনামা ব্যাক্তির মৃত্যু, স্বজনদের খুঁজছে পুলিশ

মুসলিম উদ্দিন :

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নিদানিয়া সুপার হ্যাচারীর উত্তর পার্শ্বে মেরিন ড্রাইভ সড়কের উপর সড়ক দূর্ঘটনায় অজ্ঞাতনামা একজন পুরুষ (ভবঘুরে পাগল) যার অনুমানিক বয়স (৩৫) এর মৃত্যু হয়েছে।

গত বুধবার (০৬ মার্চ) রাত অনুমান ৯-১০ঘটিকার দিকে অজ্ঞাতনামা কোন গাড়ির অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালাইয়া বর্ণিত (ভবঘুরে পাগল) অজ্ঞাতনামা পরিচয় ব্যক্তিটিকে ধাক্কা দিলে দূর্ঘটনা করে ঘাতক গাড়ীসহ অজ্ঞাত ড্রাইভার পালিয়ে যায় এতে আহত অজ্ঞাতনামা ব্যাক্তি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এমন সংবাদ পেয়ে উখিয়া থানাধীন ইনানী পুলিশ ফাঁড়ির এক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত ১১:১০ ঘটিকার দিকে অজ্ঞাতনামা মৃত ব্যাক্তির লাশ উদ্ধার করে। তখন লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

জানা যায়, উক্ত মৃত ব্যক্তিকে কেউ চিনিতে না পারায়, ঘটনাস্থল মেরিন ড্রাইভ সড়কের আশ-পাশের লোকজন ও দোকানদার হতে জিজ্ঞেস করলে তারা জানান যে, ভবঘুরে পাগলটি প্রায় ১৫/২০ দিন যাবত সোনারপাড়া মেরিন ড্রাইভসহ বিভিন্ন ট্যুরিস্ট স্পটে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করিত এবং ট্যুরিস্টদের ফেলা উচ্ছিষ্ট খাবার খেয়ে দিন পার করতেন।

অজ্ঞাতনামা ব্যাক্তিটি সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ায় পরবর্তীতে পালিয়ে যাওয়া অজ্ঞাত ড্রাইভারকে আসামী করে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়। যার উখিয়া থানার মামলা (এফআইআর) নং-১৬, যা জিআর নং-১৬০/২৪ইং (তারিখ-০৮ মার্চ-২৪)। নিহত অজ্ঞাতনামা (ভবঘুরে) পাগলটি মারা যাওয়ার পর থেকে মামলার তদন্তকারী কর্মকর্তাসহ থানা পুলিশ তার স্বজনদের খোঁজছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।