৯ ডিসেম্বর, ২০২৩ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  টেকনাফে পিস্তল ও গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেফতার   ●  কক্সবাজারে ৮৫টি বৌদ্ধ বিহারে ১৬ লক্ষ টাকার চেক বিতরণ সম্পন্ন   ●  কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত   ●  আরসা প্রধান আতাউল্লাহসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   ●  কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক   ●  হলফনামা বিশ্লেষণ: ৫ বছরে এমপি আশেকের সম্পদ বেড়েছে ২ কোটি টাকার কাছা-কাছি   ●  ২১ দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এল পন্যবাহি চারটি ট্রলার   ●  মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা   ●  ভ্রাতৃঘাতি দেশপ্রেমহীন রোহিঙ্গা আরসা-আরএসও প্রসঙ্গে; এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর   ●  কক্সবাজারে রেল : শুরুতেই ইজিবাইক চালকদের দৌরাত্ম্য ২০ টাকা ভাড়া রাতা-রাতি ৫০ টাকা!

উখিয়ায় বিহার সংস্কারে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অর্ধ লক্ষ টাকার চেক হস্তান্তর

 

পলাশ বড়ুয়া:

কক্সবাজারের উখিয়ায় বৌদ্ধ বিহার সংস্কার কাজের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে প্রায় অর্ধ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে আজ।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে প্রান্তিক জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে স্ব-শরীরে উপস্থিত থেকে অনুদানের চেক হস্তান্তর করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া।

এ সময় তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অন্য ধর্মাবলম্বীদের ন্যায় বৌদ্ধদের সরকারি ভাবে প্রথম বারের মতো তীর্থ যাত্রার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও বাংলাদেশ সরকারের অর্থায়নে নেপালে নির্মিত হচ্ছে সুরম্য বৌদ্ধ বিহার। যেখানে বাঙালি তীর্থযাত্রীরা থাকা-খাওয়ার সুব্যবস্থা থাকবে।

তিনি বলেন, ঢাকার পূ্র্বাচলে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জন্য একটি জায়গা বরাদ্ধ দিয়েছেন শেখ হাসিনা। এ জন্য তিনিসহ বাঙালি বৌদ্ধদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত সকলই।

এ সময় বিহার সেবা কমিটির পক্ষে চেকটি গ্রহণ করেন বিহারাধ্যক্ষ প্রিয়তিষ্য ভিক্ষু, সেবা কমিটির সভাপতি রাজেশ্বর বড়ুয়া, ঠিকাদার মিলন বড়ুয়া, উপজেলা কৃষকলীগ নেতা দীনেশ বড়ুয়া।

চেক হস্তান্তর কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: শংকর বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া, উখিয়া অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, যুবনেতা রুবেল বড়ুয়া, সুবর্ণ বড়ুয়া প্রমুখ।

পরে নেতৃবৃন্দ রেজুরকুল ধর্মাশোক ধাতু চৈত্য বৌদ্ধ পরিদর্শন শেষে শ্রীমৎ জ্ঞানীশ্বর থের’র সাথে মতবিনিময় করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।